যে জোকগুলো রাত ১২টার পরেই পড়তে হবে

৭২২৮ পঠিত ... ১৭:৩৪, জুন ২৪, ২০২৩

Rater-jokes

 

১#

দুই বান্ধবীর আলাপ চলছে…

আনিকা: ছেলেটার কত বড় সাহস আমাকে চুমু খায়!

সুমাইয়া: তাকে বকে দিলেই তো পারিস।

আনিকা: প্রতিবারই তো দেই।

 

২#

বিবাহবিচ্ছেদের মামলায় স্বামী-স্ত্রী দু’জনেই আদালতে হাজির। হাকিম একটা মিটমাটের প্রাথমিক চেষ্টা করলেন।

হাকিম: আপনি কী জন্যে বিচ্ছেদ চাচ্ছেন?

স্বামী: আমি চেয়েছিলাম ছেলের বাপ হতে, অথচ ও দু’বারই মেয়ে প্রসব করলো।

সাথে সাথে স্ত্রী চিৎকার করে উঠলো, ‘মরদের মুরদ তো ঢের দেখছি। তোমার ভরসায় থাকলে মেয়ে দু’টিও দুনিয়ার মুখ দেখতো না।‘

 

৩#

স্ত্রী: প্রত্যেক দিন পাশের বাসার ছেলে-মেয়ে দু’টিকে দেখি বিদায় নেবার সময় পরস্পরকে চুমু খায়, তুমি ওরকম করো না কেন?

স্বামী: তুমি তো মেয়েটিকে আমার সঙে পরিচয় করিয়ে দাওনি।

 

৪#

স্ত্রী: চুলের গোড়া শক্ত হওয়ার তেলটা এনেছো?

স্বামী: হ্যাঁ, তুমি বলেছো আর আমি না এনে পারি? এই নাও।

স্ত্রী: না, তোমার কাছেই রাখো। তোমার অফিসের রিসেপশনিস্ট মেয়েটাকে দিয়ো। ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে।

 

৫#

আরিফ: আমি আমার স্ত্রীর সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। তুমি করেছিলে?

আজাদ: ঠিক মনে করতে পারছি না। তোমার স্ত্রীর নামটা যেন কী?

৭২২৮ পঠিত ... ১৭:৩৪, জুন ২৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top