গুলিস্তানে ১০০ টাকায় শ্যানেলের লিপস্টিক পাওয়া যায় শুনে খুশিতে অজ্ঞান গুলশানের এক পশ কিড

১৫ পঠিত ... ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে

রাজধানীর গুলিস্তানে মাত্র ১০০ টাকায় শ্যানেল ব্র্যান্ডের লিপস্টিক বিক্রি হচ্ছে, এমন খবর কানে আসতেই খুশিতে অজ্ঞান হয়ে পড়েছেন গুলশানের এক পশ কিড।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মেয়েটি চিৎকার করে বলেন, ওএমজি! দিস ইজ আনবিলিভেবল!

এরপরই তিনি হাত থেকে আইফোন ফেলে মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে দ্রুত একটি নামকরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, রোগী আসলে শকে গিয়েছেন। চিকিৎসকের ভাষায়, এত কম দামে শ্যানেল পাওয়া সম্ভব নয়। এই অবিশ্বাস্য সুখবরের ধাক্কাতেই ওনি জ্ঞান হারিয়েছেন। এ ধরনের কেস মেডিকেল সায়েন্সে নতুন—আমরা একে বলছি লিপস্টিক শক সিনড্রোম।

এদিকে ঘটনাটি নিয়ে গুলশানের সোশ্যাল সার্কেলেও তোলপাড় শুরু হয়েছে। ওই পশ কিডের এক বান্ধবী ফেসবুকে লিখেছেন, গুলিস্তান ইজ দ্য নিউ দুবাই।

অপর এক বান্ধবী ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে ঘোষণা দিয়েছেন, এখন থেকে সানডে ব্রাঞ্চের পর তারা নিয়মিত গুলিস্তানে শপিং করবেন।

অন্যদিকে গুলিস্তানের দোকানদাররা অবশ্য দাবি করেছেন, তাদের জিনিস একেবারেই অরিজিনাল। একজন দোকানদার বলেন, শুধু শ্যানেল কেন? আমাদের এখানে অ্যাডিডাস, নাইকির অরিজিন্যাল জুতাও পাওয়া যায়। দরকার হইলে একই জোড়ায় একটা অরিজিন্যাল নাইকির জুতা নিতে পারবেন আরেকটা অরিজিন্যাল অ্যাডিডাসের নিতে পারবেন। এছাড়াও পুমা, জি-স্টার, পুল অ্যান্ড বিয়ারের লিপস্টিকও আমাদের এখানে পাওয়া যাবে। তাও দাম মাত্র ৮০ টাকা। দুইটা একসাথে কিনলে ১৫০ টাকা। 

ঘটনার পর থেকে গুলিস্তানের দিকে গুলশানের পশ কিডদের আনাগোনা বেড়েছে। জানা গেছে, অনেক পশ কিড বাবা-মাকে চাপ দিয়ে বলছেন, নবাবপুর বা সিদ্দিকবাজারের আশেপাশে বাসা নিলে নিয়মিত গুলিস্তান থেকে শপিং করতে পারবে।

১৫ পঠিত ... ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top