এআই-এর কাছ থেকে যেসব মাথানষ্ট সুবিধা চায় বাঙালী

১৭ পঠিত ... ৮ ঘন্টা ১৮ মিনিট আগে

এআই আসার পর থেকেই বাঙালীর মাঝে চলছে নানা উত্তেজনা। এআই এটা কেন পারে না, সেটা কেন করে না—ইত্যাদি তো আছেই সাথে তৈরী হচ্ছে বিভিন্ন চাহিদা। আমরা খুঁজে বের করেছি সেসব চাহিদা যেগুলো এখন এআই-এর কাছে বাঙালীর প্রথম চাওয়া। আসুন জেনে নিই বাঙালী এআই-এর কাছ থেকে কী কী সুবিধা চায়।

 

১। মশারি টানানো নিয়ে স্বামী-স্ত্রী অথবা রুমমেটের মাঝের চিরন্তন ঝগড়া বিবাদ মিটিয়ে দিতে এআই মশারি টানিয়ে দেবে

 

২। বিয়ে করবেন আপনি কিন্তু বিয়ের গেটে আপনার হয়ে মুলামুলি করে দেবে এআই

 

৩। বাজারে গেলেই আপনাকে ধরিয়ে দেয় পচা জিনিস? এআই থাকতে এটা কেন হবে? তাই বাজার করার সময় মাছ, মাংস ও সবজী বেছে ফ্রেশ জিনিস বের করে দেবে এআই

 

৪। ক্রাশ খেয়েছেন কিন্তু বলতে পারছেন না? আপনার হয়ে ক্রাশের সাথে লাইনঘাট করে দেবে এআই

 

৫। গ্লাস ভাঙবেন আপনি, কিন্তু আপনার হয়ে মায়ের সব বকা শুনবে এআই

 

৬। ওজন যাচ্ছে বেড়ে? জিমে ভর্তি হয়েও করতে পারছেন না ব্যায়াম? মেদ ঝরবে আপনার, এআই আপনার হয়ে জিমে গিয়ে ব্যায়াম করে দেবে

 

৭। বন্ধু-বান্ধবের ব্রেকাপ হলে তাদের দুঃখের যত আলাপ শুনবে এআই, আপনি শুধু সময়মতো ট্রিট নেবেন

 

৮। ডেট করবেন আপনি, আর ইয়ে, হেহে... আপনার হয়ে কনডম কিনে দেবে এআই

 

৯। বন্ধুদের টাকা দেয়ার পর কি বন্ধুই গায়েব হয়ে গিয়েছে? আপনার সেই বন্ধুকে খুঁজে ধার দেয়া টাকা ফেরত এনে দেবে এআই

 

১০। রাজনীতি করবেন আপনি, কিন্তু কিন্তু কিন্তু... খালেদ মুহিউদ্দীনকে সামলাবে এআই

 

১১। ফাস্টফুড, কোক কিংবা হাঁসের মাংস-মনমতো খাবেন আপনি, শারীরিক জটিলতায় ভুগবে এআই

 

১২। জামাত করবেন আপনি, ৭১ ফেস করবে এআই

১৭ পঠিত ... ৮ ঘন্টা ১৮ মিনিট আগে

Top