বট সাম্রাজ্যের অধিপতি নির্বাচিত হয়ে বট্টাচার্য উপাধি পেলেন পিনাকি 

২৩ পঠিত ... ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে

ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের কাছে ঘেঁষার মত যোগ্যতা কারও নেই। একটা মানুষ যে এত গুজব ছড়াতে পারে সেটা আসলে পিনাকির ফেসবুক না দেখলে ঠাওর করার উপায় নেই। ঠিক কখন কী বলছেন না বলছেন তার ঠিক-ঠিকানা নেই, একবার এক কথা বললে পরে আবার উল্টো কথা বলেন, আর তার ভক্তকুল যাদের বট বলা হয়, তাদের কাছে পিনাকির চেয়ে সত্যবাদী যুধিষ্টির বাংলাদেশে আর একটাও নেই। 

বটবাহিনীর একচ্ছত্র অধিপতি পিনাকি ভট্টাচার্যকে বিশ্বাস করে অনলাইনে বট বাহিনীর খবরকে বিশ্বাস করে ফেলেন অনেকে। তবে এই বট বাহিনীর অনেক দিনের হতাশা যে তাকে কেউ যোগ্য সম্মান দিতে পারছে না। বট বাহিনী ছাড়া কেউই পিনাকির মূল্য দিতে পারছে না বলে অনেক বট দিনে ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারে না, রাতে ঘুম আসে না, ফেসবুকে মন দিতে পারে না ঠিকমতো। এভাবে চলতে থাকলে তাদের সমস্যা বাড়তেই থাকবে বলে তারা এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। 

বাংলাজুড়ে বট বাহিনী ফেসবুকে তাদের প্রাণের প্রোপাগান্ডিস্ট, বট লিডারকে সম্মান জানানোর জন্য তাকে বট্টাচার্য উপাধি দিয়েছে। পিনাকি আর আজ থেকে ভট্টাচার্য নন। তিনি আজ থেকে পিনাকি বট্টাচার্য। এই বট্টাচার্য উপাধির মাধ্যমে সকল বট অ্যাকাউন্ট নিজেদের রাজা হিসেবে মেনে নিয়েছে সাথে সাথে নিজেদের সম্মানও বাড়িয়েছে বলে শোনা যাচ্ছে। 

ফেসবুকে বট বাহিনী পিনাকিকে বট্টাচার্য উপাধি দিয়েই শান্ত হয়নি, সবাই যেন তাকে বট্টাচার্য হিসেবে চেনে তার জন্য মাসব্যাপী এক ক্যাম্পেইন লঞ্চ করেছে। তারা ফেসবুকে সবাই মিলে তার জন্য বিশেষ পোস্ট ও কমেন্ট কপি করে রেখেছে, যেখানেই ফাঁকা জায়গা দেখবে, সেখানেই সেটা পেস্ট করে নিজেদের বট এবং পিনাকিকে বট্টাচার্য হিসেবে উপস্থাপন করবে। এভাবেই তারা তাদের গুরুকে সম্মান জানাতে চায়। 

এক বটের সাথে ফেসবুকে যোগাযোগ করে eআরকি টিম জানতে পেরেছে, এই বট্টাচার্য উপাধির মাধ্যমে পিনাকি আরও বেশি ভ্যালিডেশন পাবেন, আরও বেশি বেশি মানুষ তাকে বিশ্বাস করবে আর তার প্রোপাগান্ডাগুলো আরও সত্যের কাছাকাছি বলে মনে হবে। এজন্য তাদের মধ্যে বেশ আনন্দ কাজ করছে, উপাধি প্রদানের পর থেকে তাদের ঘুম বেশ ভাল হচ্ছে বলে জানিয়েছে। একজন বলেছে, উপাধি দেওয়ার পর থেকে আমাদের আর নিজেকে শুধু এক সাধারণ বট বলে মনে হচ্ছে না, আমরা এক সুপ্রিম বট হিসেবে অনুভব করছি। মনে হচ্ছে আপুন-ই পিনাকি হ্যায়।  

 

২৩ পঠিত ... ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top