উনিশ থেকে বিশ হলেই সাইন্স ল্যাবের মোড়ে শুরু হয়ে যায় ঢাকা কলেজ (DC) আর ঢাকা সিটি কলেজের (DCC) মারামারি। তবে সাইন্স ল্যাব মোড়ের গন্ডি পেরিয়ে এই মারামারি পৌঁছে গিয়েছে একেবারে হলিউডের পর্দায়। বছরের পর বছর ধরে চলা এই অমূল্য ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে এগিয়ে এসেছে DC Universe।
সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা তৈরি করতে যাচ্ছে ‘DC vs DCC: Clash of Colleges’ নামের ব্লকবাস্টার সিনেমা। এই সিনেমায় দেখা যাবে সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যানদের, তবে তারা লড়বেন কোনো ভিলেনের সাথে নয়, বরং দুই কলেজের হয়ে। তবে কে কার পক্ষে লড়বেন সেটা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন, ব্যাটম্যান ঢাকার অলিগলির অন্ধকার গলি আর রুম ভাড়া করার অভিজ্ঞতা থাকার কারণে ঢাকা কলেজের পক্ষে থাকবেন। আবার অনেকে দাবি করছেন, মেয়েদের সাথে ভালো সম্পর্ক থাকায় সুপারম্যান যাবেন সিটি কলেজের দলে।
এদিকে সিনেমার পরিচালক জানিয়েছেন, এটি হতে যাচ্ছে DC Universe-এর সবচেয়ে বড় সিনেমা। তিনি আরও বলেন, কলেজের মারামারিতে সুপারহিরোদের নামিয়ে আনতে পারলে আমাদের ইউনিভার্সে এক নতুন উচ্চতা আসবে। আশা করি এই ঐতিহ্য যুগের পর যুগ টিকে থাকবে এবং মারামারির স্বীকৃতি UNESCO থেকে হেরিটেজ হিসেবে পাবেই।
গুঞ্জন শোনা যাচ্ছে, সিনেমায় এক বিশেষ ক্যামিওতে হাজির হবেন জোকার। তবে তিনি কোনো কলেজের হয়ে লড়বেন না, বরং মারামারির সময় হঠাৎ এসে বলবেন, ভাই, গ্লাস ভাঙবেন না, আমি চা খাব।