যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি আসলে হাঁসের মাংস

পঠিত ... ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে

হঠাৎ করেই হাঁসের মাংস চারিদিকে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন আপনিও আসলে হাঁসের মাংস কি না? মিলিয়ে দেখে নিন হাঁসের মাংসের এই  বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে আছে নাকি নেই!  

১। মন্ত্রী-মিনিস্টার ও ক্ষমতাবানদের কাছে আপনি বেশ প্রিয়।

২। আপনি যেকোনো স্থানে সহজেই মিশে যেতে পারেন। হোক সেটা নীলা মার্কেট অথবা ওয়েস্টিন।

৩। আপনার কোনো দোষ না থাকলেও অনেকেরই আপনাকে দেখলে চামড়ায় অ্যালার্জি ওঠে।

৪। আপনি দেখতে সাধারণ হলেও আসলে সাধারণ কেউ নন, আপনি অতি উচ্চ বংশ। রাজকীয় আয়োজন ছাড়া আপনাকে কম দেখা যায়।

৫। আপনাকে ‘কুক’ করা অত সোজা না।

৬। শীতকালে আপনার খুব কদর, কিন্তু গরমকালে কেউ আপনাকে পুছেও না।

৭। আপনার যে দাম, গরীবদের সাথে আপনার খুব একটা দেখা সাক্ষাৎ হয় না।

 

কী! মিলে যাচ্ছে তো? তাহলে আপনিই সেই এক বাটি হাঁসের মাংস। আর সাবধান! উপদেষ্টা থেকে দূরে থাকুন।

পঠিত ... ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে

Top