একজন আদর্শ ব্যাচেলর হিসেবে আপনার ঘর সাজাবেন যেভাবে

২২ পঠিত ... ৯ ঘন্টা ২৩ মিনিট আগে

আপনি কি সদ্য ব্যাচেলর জীবনে পদার্পন করেছেন? বুঝতে পারছেন না কীভাবে নান্দনিকভাবে ঘর সাজাবেন? তবে আপনার জন্যই আমরা নিয়ে এসেছি আল্টিমেট ঘর সাজানোর গাইড। আসুন দেখে নিই একজন আদর্শ ব্যাচেলর হিসেবে আপনি কীভাবে ঘর সাজাতে পারেন।

 

১। চেয়ার হলো ব্যাচেলর বাসার সৌন্দর্যবর্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। একটি চেয়ার ফুলটাইম আলনা, লন্ড্রি, বাস্কেট ইত্যাদির পাশাপাশি গেস্ট আসলে পার্টটাইম চেয়ার হিসেবে সাপোর্ট দেবে। কাজেই সবার শুরুতে কিনে ফেলবেন একটি চেয়ার।

 

২। এরপর লাগবে কিছু ইয়ারফোনের তার এবং চার্জারের কেবল। এইসব কেবল বারান্দায় সুন্দর করে টানিয়ে কাপড় শুকাতে পারবেন। পাশাপাশি মশারি টানানোর কাজেও এটি সাহায্য করবে। এভাবে বারান্দায় কাপড় শুকালে বাইরে থেকে ব্যাচেলর বাসার নান্দনিকতা ফুটে উঠবে।

 

৩। চা খাওয়ার জন্য প্রয়োজন হবে বোতল। কারণ চায়ের কাপে আসলে সেই ফিলটা আসে না! বোতল কেটে নিচের অংশ দিয়ে বানাতে পারবেন দারুন চায়ের কাপ। এছাড়া এটিকে অ্যাশট্রে হিসেবেও দারুনভাবে কাজে লাগানো যায়। আপনার বাসায় কাটা বোতল থাকা মানেই আপনি একজন আদর্শ ব্যাচেলর।

 

৪। চায়ের কাপ বানানোর পর বোতলের উপরের অংশ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আকর্ষনীয় শাওয়ারহেড। শুধু বোতলের মুখে কিছু ফুটো করে লাগিয়ে দিন পানির কলের সাথে আর উপভোগ করুন শাওয়ার টাইম।

 

৫। মশার কয়েলের স্ট্যান্ড হিসেবে আপনার অবশ্যই প্রয়োজন হবে একটি প্লেটের। প্লেট উল্টিয়ে রেখে বানিয়ে ফেলুন নান্দনিক কয়েল স্ট্যান্ড। প্রয়োজন হলে এই প্লেটকে মাঝে মাঝে ভাতের প্লেট হিসেবেও ব্যবহার করতে পারবেন।

 

৬। ঘরে থাকা ধূলো-ময়লা হলো আপনার ঘরের শোভা। এগুলো পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। দুই-এক কোনায় মাকড়সার জাল হলে আরও ভালো। অ্যাস্থেটিক ভাইব দেবে।

৭। বালিশ হিসেবে ব্যবহারের জন্য কিছু মোটা বইয়ের প্রয়োজন হবে (বিসিএস এর বই হলে ভালো হয়)। এতে ঘুমের মধ্যেও জ্ঞান অর্জন করতে কোন অসুবিধা হবে না।

 

৮। একটি টেবিল হতে পারে আপনার নানা সমস্যার সমাধান। একাধারে কম্পিউটার টেবিল, স্টাডি টেবিল, ওয়ার্কস্টেশন কিংবা ডাইনিং টেবিল– সবভাবেই সাপোর্ট পাবেন টেবিল থেকে। মাঝে মাঝে রেগে গেলে নিজের ক্ষমতা দেখাতে টেবিলে থাবা দেয়া অথবা ঘুম আসলে টেবিলে ঘুমিয়েও নিতে পারবেন।

 

৯। দরজার পিছনে কাপড়, বেল্ট ও অন্যান্য জিনিস ঝোলানোর জন্য একটি হুক প্রয়োজন হবে। এটি আপনার ঘরে আলাদা নান্দনিকতার ছোঁয়া দেবে। তবে খেয়াল রাখতে হবে মাসে অন্তত একবার যেন এটি জিনিসের ভারে খুলে আসে।

 

১০। বাসার জন্য আলাদা করে পাপোশ কেনার দরকার নাই। বাসার লোকদের পুরোনো জিন্স প্যান্ট ও টিশার্ট দিয়েই বানিয়ে ফেলতে পারেন দৃষ্টিনন্দন পাপোশ।

২২ পঠিত ... ৯ ঘন্টা ২৩ মিনিট আগে

Top