জিএম কাদের কীভাবে এখনও প্রকাশ্যে ঘোরে? এমন প্রশ্ন তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম। যে স্ট্যাটাস দেয়ার কয়েকঘণ্টা পর জিএম কাদেরের গ্রামের বাড়িতে একদম মানুষ হামলা ও অগ্নিসংযোগ করে। এই ঘটনার জন্য অনেকে ইনিয়ে-বিনিয়ে সারজিস আলমকে দায় দেয়ার চেষ্টা করছেন! যা ঠিক নয়। সারজিস আলম কীভাবে এই দায় এড়াবে? তাই ভাবার চেষ্টা করেছে eআরকির সারজিস ভাই ফ্যান ক্লাবের সদস্যরা।
১# সারজিস বলতে পারে, আমার স্ট্যাটাস দেয়ার কয়েকঘণ্টা পর হামলা হয়েছে! এতে আমার কী দোষ? স্ট্যাটাস দেয়ার সাথে সাথে হামলা হলে না হয় আমার দোষ দিতে পারতেন!
২# আমি ফেসবুক স্ট্যাটাসে তো একবারই বলিনি, জিএম কাদেরের বাড়িতে হামলা করতে! মানুষ নিজের ইচ্ছায় গিয়ে হামলা করেছে! যে হামলা করেছে তাকে দায় দিন, আমাকে কেন দিচ্ছেন!
৩# জিএম কাদেরে বাড়িতে যখন হামলা হচ্ছে তখন আমি নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত ছিলাম। এতে আমার দায় কোথায়?
৪# জিএম কাদের কেন নিজের বাড়িঘরের নিরাপত্তা দিতে পারেনি? এই সরকার কেন দিতে পারেনি? এটা তো তাদের দুর্বলতা? আমার কোনো দায় এখানে নেই!
৫# জিএম কাদেরের বাড়ি পুরোনো হয়ে গেছে। তাই নিজেই নিজের বাড়িতে ভাঙচুর করেছে যাতে নতুন বাড়ি পায়! আমার স্ট্যাটাসকে অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে। এজন্য জিএম কাদেরের কঠিন শাস্তি হওয়া উচিত।
৬# শুধু জিএম কাদের না। দেশের আরও নানান জায়গায় সেদিন ভাঙচুর হয়েছে। কেউ নতুন ঘর তোলার জন্য পুরোনো ঘর ভেঙেছেন, কেউ ভাইয়ের সাথে ভাই ঝগড়া করে ঘর ভেঙেছেন। সেসব ঘরের দায়িত্ব তো আমার না! জিএম কাদেরের ঘরের দায়িত্বও আমার না।