আপনি যদি নিচের বৈশিষ্ট্যগুলোতে নিজেকে খুঁজে পান, তাহলে অভিনন্দন—আপনি একজন পুরোদস্তুর ‘ডোনাল্ড ট্রাম্প’ ক্যাটাগরির মানুষ! নিজের সুবিধা বুঝে চাল চালানো, কথার খেলায় সবাইকে ঘায়েল করা, আর নিজের স্টাইলেই জীবন চালানো—এইসব গুণ একসাথে থাকলে আপনি নিঃসন্দেহে ট্রাম্প টাইপ একজন চরিত্র।
১। আপনি কিছুটা confuse unga bunga, সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন
২। আপনি একজন পাক্কা ব্যবসায়ী। নিজের আখের আপনার চেয়ে ভালো কেউ গুছাতে পারে না
৩। আপনি উলটাপালটা কথা বলায় ওস্তাদ, এজন্য আপনাকে নিয়ে মানুষজন হাসিঠাট্টা করলেও আপনার কিছু যায় আসে না
৪। আপনি নিজের পছন্দের মানুষদের আকাশে তুলে দেন, আর অপছন্দেরদের নিয়ে মাটিতে নামিয়ে আনেন। সেটা পাঁচ মিনিটের ব্যবধানেই হয়ে যেতে পারে
৫। আপনার কথা কেউ না শুনলে আপনি যেকোনো উপায়েই তার সানডে মানডে ক্লোজ করে দেন
৬। প্রেম-পিরিতির বিষয়ে আপনি পাকা খেলোয়ার হলেও মাঝেমধ্যে ধরা খেয়ে যান। তবে এসব নিয়ে আপনার কোনো লজ্জা নেই
৭। আপনি কখনোই নিজের দোষ স্বীকার করেন না—সব দোষ সিস্টেম, মিডিয়া বা থার্ড পার্টির
৮। আপনার আত্মবিশ্বাস এতটাই বেশি যে আপনি যা বলেন, সেটাকেই সবাইকে বিশ্বাস করানোই আপনার মিশন
৯। আপনি যা খুশি বলেন, কারণ আপনি বিশ্বাস করেন—freedom of speech means freedom of my speech