সম্প্রতি এক পডকাস্টে নিজের অবসর ভাবনা প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, লাল সবুজের জার্সিতে খেলে অবসরে যেতে চান তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এই সুযোগ আপাতত না থাকায়, সাকিবের ইচ্ছা পূরণ করতে তাকে নিজেদের দলে খেলার আহবান জানিয়েছে পর্তুগাল। ক্রিকেট কিংবা ফুটবল যেকোনো খেলার মাধ্যমেই নিজের ইচ্ছা পূরণ করার স্বাধীনতা দেওয়া হবে তাকে জানিয়েছে পর্তুগাল সরকার।
পর্তুগালের ক্রীড়ামন্ত্রী জরুরি বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে বলেন, যেহেতু বাংলাদেশ সাকিবের গুরুত্ব বোঝে নাই, আমরা বুঝবো। আমরা সাকিবকে তার স্বপ্ন পূরণের পূর্ণ স্বাধীনতা দিতে প্রস্তুত। তিনি খেলে যাবেন, আমরা জার্সি তৈরি করে দেবো—রঙ, ডিজাইন, নাম্বার সব তার পছন্দমতো।
এই ঘোষণা দেওয়ার পর থেকেই লিসবনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোও নাকি ব্যতিক্রম নন। সাকিবকে দলে পেতে তিনি মুখিয়ে আছেন। এক ফেক ভিডিও বার্তায় রোনালদোকে বলতে শোনা যায়, এসো সাকিব, ভয় নাই। পর্তুগালে রাজাকার নাই। পাশাপাশি রোনালদো আরও যোগ করেন, সাকিব তুমি ক্রিকেট খেলো, আমি ফুটবল। সমস্যা নাই দু’জনে মিলে ‘ক্রুটবল’ নামের নতুন খেলা আবিষ্কার করে ফেলব। এরপর খেলা হবে, আসো খেলবো।
তবে, রোনালদোর এই আহ্বানে পর্তুগালের সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। অনেকেই এখন থেকেই আলোচনা শুরু করে দিয়েছেন ‘ক্রুটবল’-এর নিয়মকানুন কেমন হবে বাউন্সার মারলে অফসাইড হবে কি না, নো-বল দিলে লাল কার্ড নাকি হলুদ, আর ইনিংস ব্রেকের সময় পেনাল্টি শুটআউট থাকবে কি না।


