নাদিরকে শালীন পোশাক পরতে ইমেইল করলেন এক দর্শক

৯০৯ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ০৩, ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় ট্রাভেল ফিল্মমেকার নাদিরকে সবাই নাদির অন দ্য গো নামেই বেশি চেনে। দেশ দেশান্তরে ঘুরতে গিয়ে সেখানকার সমসাময়িক গল্প, ইতিহাস, সংস্কৃতি কিংবা খাবারের গল্প তুলে আনেন নাদির। জামা-কাপড় নিয়ে নাদিরের খুব বেশি মাথা-ব্যথা নেই বলে এখনও মাঝে মাঝে বছর ১০ কিংবা তারও বেশি আগের টিশার্ট গায়ে তুলতে তুলতে সেটার গল্প করতে দেখেছি আমরা। 

নাদির যেখানেই যান সেখানে নিজের একটা দুইটা প্রিয় টি-শার্ট, নিদেনপক্ষে একটা জিন্স প্যান্ট নিয়ে বের হয়ে যান। খাওয়া, ঘোরাঘুরি, মানুষের সাথে গল্প করা আর কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি থাকলে সেগুলো ভিডিও করে পাবলিশ করে বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসা নাদিরের কাছে শালীন পোশাক পরার জন্য কেউ একজন মেইল করেছেন। গতকাল নাদির নিজের ফেসবুক পেইজে থেকে শেয়ারও করেছেন। 

কেউ একজন তাকে মেইল করে নাদিরের ভিডিওগুলোর প্রশংসা করেছেন, সেই সাথে অন্য সবার মত প্রত্যেক ভিডিও থেকে কিছু না কিছু শেখার মতো পান বলে জানিয়েছেন। তবে ছোট্ট একটা সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি দেখেন যে প্রায়ই নাদির খালি গায়ে ভিডিও করেন। নাদির ওয়ার্ক আউট করে বেশ সুঠাম একটা দেহ বানিয়েছেন কিন্তু তার কাছে খালি গায়ের এ ভিডিওগুলো কিছুটা অস্বাভাবিক লাগে। নাদির যদি এমনভাবে খোলামেলাভাবে ভিডিও না করেন তাহলে সেটা আরও যৌক্তিক, প্রফেশনাল এবং ভিউয়ার ফ্রেন্ডলি হবে বলে ছোট সাজেশন কিংবা অনুরোধ জানিয়েছেন। 

নাদির তার ভেরিফাইড ফেসবুকে পেইজে মেইলের স্ক্রিনশট শেয়ার করে লিখেছনে, মাঝে মাঝে এমন ইমেইল আসে যে মনে হয় আমি হয়তোবা Youtube এর জায়গায় অ্যাডাল্ট ভিডিও বানাচ্ছি। পোস্ট শেয়ার করার পর নেটিজেনদের মধ্যে বেশ অদ্ভুত মজার ব্যাপার হিসেবে ছড়িয়ে পড়েছে বিষয়টা। এই পোস্ট দেখে কেউ একজন মজা করে নাদিরকে মেইলে জানিয়েছে, আমি তোমার লোমশ বুককে ভালবাসি, তোমাকেও ভালবাসি। 

কেউ কেউ নাদিরকে জিজ্ঞেস করেছেন, ইউটিউবের পাশাপাশি অনলি-ফ্যানস অ্যাকাউন্ট কবে খুলতে যাচ্ছেন তিনি? এর উত্তরে নাদির উত্তর দিয়েছেন, অনেকদিন ধরে আমার কোনো স্পন্সর নেই, হয়ত কখনও খুলেও ফেলতে পারি। 

নাদির হয়তো শালিন পোশাক পরবেন কিংবা পরবেন না তবে নাদিরের কাছে করা এই মেইলটা সবার মনে থেকে যাবে অনেকদিন। হয়ত ভবিষ্যতে টাকা-পয়সার ঝামেলা হলে নাদির শুধু মাত্র ফ্যানদের জন্য কন্টেন্টও বানাতে পারেন। তবে সেটা হলে নাদিরের কাছে যেসব ইমেইল আসবে সেটা হয়তো আর কখনও ফ্যানদের জন্য শেয়ার করার মতো থাকবে না।  

৯০৯ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ০৩, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top