নারীদের ঘরে রাখার জন্য সম্মান ছাড়াও আরও যেসব পদ্ধতি অবলম্বন করতে পারেন আমিরে জামায়াত

১৪৭ পঠিত ... ১৮:৩৭, নভেম্বর ১৩, ২০২৫

সম্প্রতি একটি ভাষণে জামায়াতে আমীর বলেছেন, নারীরা ঘরে থাকলে তাদেরকে সম্মানিত করা হবে। তার এই বক্তব্যে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নারীদেরকে ঘরে রাখতে সম্মান দেওয়ার পাশাপাশি আরও যেসকল উদ্যোগ তিনি নিতে পারেন–তাই ভেবে দেখেছে eআরকির ওয়ার্ক ফ্রম হোম করা অলস নারীরা! 

১. প্রতি ঘরের সামনে খাল খনন করে নারীদের ঘরের বাইরে যাওয়া বন্ধ করতে পারেন। মনে রাখতে হবে, খালে কোনো ধরনের সাঁকো বা নৌকা থাকা যাবে না। 

২. নারীরা যেন বাইরে বের না হতে চায় তাই দিনের বেলা কমপক্ষে ১২ ঘন্টা রিলস দেখা বাধ্যতামূলক করে দিতে পারেন। যদি কেউ রিলস দেখতে না চায় তাহলে তার জন্য জামায়াত আমিরের বক্তব্য দেখা বাধ্যতামূলক করা হতে পারে। 

৩. বাইরে যেতে হলে স্পেশাল পাসপোর্ট লাগবে– এই আইন করতে পারেন। এমনিতেই পাসপোর্ট করা যে ঝামেলা, এই আইন হলে কোনো নারীই বাইরে যেতে চাইবে না।

৪. যেসব মেয়েরা বেশি তেড়িবেড়ি করবে বাইরে যাওয়ার জন্য তাদের পায়ে কিছু সম্মানের শেকল বেঁধে দেওয়া যায়।  

৫. প্রত্যেকটি বাড়ির আশেপাশে খানিকটা রেখে বাকিটা ‘do not cross, crime scene’ টেপ লাগিয়ে দিতে পারেন।

৬. একটি বড় বাড়ি বানিয়ে কোনো নারী বাইরে বের হলেই তাকে ধরে নিয়ে সেই বাড়িতে, ভার্সিটির গণরুমের পরিবেশে রাখতে পারেন। এতে করে নারীদের বাইরে যাওয়ার ইচ্ছা কমে যাবে। 

 

১৪৭ পঠিত ... ১৮:৩৭, নভেম্বর ১৩, ২০২৫

Top