মানুষ কেন বিনা কারণে মামলা দেয়? জেনে নিন সম্ভাব্য কয়েকটি কারণ!

১২৩ পঠিত ... ১৯:০০, ডিসেম্বর ০৪, ২০২৫

20 (32)

পৃথিবীর কিছু রহস্য এখনও অমীমাংসিত: পিরামিড কেন বানানো হয়েছিল? চিকেন আগে না ডিম? আর মানুষ কেন বিনা কারণে আরেকজনের নামে মামলা ঠুকে দেয়? জীবনের প্রতিটি পদক্ষেপে যখন আমরা একটু শান্তি খুঁজতে যাই, ঠিক তখনই একদল 'মামলা-প্রেমী' মানুষ এসে বিনা মেঘে বজ্রপাত ঘটান। তাদের কাছে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই, আছে কেবল গভীর আনন্দ। eআরকি দীর্ঘ গবেষণার পর খুঁজে বের করেছে কেন এই শ্রেণীর মানুষজন কারণ ছাড়াই কোর্ট-কাচারির বারান্দায় ঘোরাঘুরি করতে ভালোবাসেন। জেনে নিন, মানুষ কেন বিনা কারণে মামলা দেয়।

১. পারিবারিক ঐতিহ্য: বাড়িতে দাদু-বাবা সবাই মামলা করেছেন, তাই এই জেনারেশনেও একটা বিনা কারণের মামলা না করলে কিসের মান-সম্মান? এটা আসলে একটা 'পারিবারিক রীতিনীতি'।

২. টাইম পাস: অবসর সময়ে ফেসবুক স্ক্রল করতে আর ভালো লাগে না। তাই একটা মামলা করে দিলে কোর্টে ঘোরাঘুরি করে দারুণ 'এক্সাইটিং' টাইম পাস হয়।

৩. শখ: কারো শখ কবুতর পোষা, কারো শখ বাগান করা। আর কারো শখ হলো বিনা কারণে মানুষজনকে কোর্টে দৌড়ানো! এটা একটা 'কোর্ট-রুম হবি'।

৪. অ্যাটেনশন খোঁজা: মহল্লায় কেউ পাত্তা দেয় না, তাই একটা মামলা করে নিজেকে 'সিরিয়াস এবং ব্যস্ত লোক' হিসেবে জাহির করা। যাতে সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কী মামলা রে ভাই?

৫. উকিল বন্ধুর বেকারত্ব দূরীকরণ: নতুন উকিল বন্ধুর প্র্যাকটিস হচ্ছে না? আপনি তাকে একটা 'উপহার' দিতে চান। এই মামলাটা আসলে বন্ধুত্বের প্রতি আপনার এক মহান কর্তব্য।

৬. স্ট্যাটাস সিম্বল: ‘আমার নামে/আমি অমুকের নামে মামলা করেছি’ এটা বললে সমাজে একটা 'বিশেষ ভারিক্কি ভাব' আসে। যেন আপনি খুব প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি।

৭. ঘুম না আসা: রাতে সহজে ঘুম আসে না? অন্যের নামে একটা মামলা করে দিন, এবার টেনশনে আপনিও ঘুমাবেন না, যাকে মামলা দিয়েছেন সেও ঘুমাবে না। দারুণ! 'মিউচুয়াল ইনসমনিয়া'।

৮. পেপারওয়ার্কের প্রতি ভালোবাসা: আপনার ফাইল, কাগজপত্র আর স্ট্যাম্পে একটা বিশেষ আকর্ষণ আছে। মামলা করলে ঘরে অনেক নতুন কাগজপত্রের সংগ্রহ হবে, যা দেখে মন ভরে যায়।

৯. প্রতিশোধ (কারণ ছাড়াই): গত বছর রিকশাওয়ালা ভুল করে আপনাকে আরেকটু দূরে নামিয়ে দিয়েছিল। প্রতিশোধটা নিতেই হবে! তবে রিকশাওয়ালার নামে নয়, একেবারে তার দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বস-এর নামে মামলা! এটাই নিয়ম।

১০. স্রেফ পারে তাই: কোনো কারণ লাগে না। কারণ, তাদের হাতে সময় আছে, একটা ফর্ম ফিল আপ করার মতো এনার্জি আছে, আর এই ক্ষমতা আছে। আই ক্যান, সো আই উইল—এটাই মূলমন্ত্র!

১২৩ পঠিত ... ১৯:০০, ডিসেম্বর ০৪, ২০২৫

Top