সারাবিশ্বের নানা দেশে মেট্রোরেল চললেও আমাদের দেশের মেট্রোরেলের ব্যাপারটা অন্য সব দেশের থেকে একটু আলাদাই। আমাদের মেট্রোরেলে এমন সব কাহিনী ঘটে যা সারাবিশ্বের কোথাও সহজে দেখতে পাওয়া যায় না। কখনও গার্ডার খুলে পড়ে, কখন ছাদে উঠে মানুষ ঝুলে পড়ে, কখনও ভিক্ষুক টিকিট কেটে ভিক্ষা করে, কখনও হকার প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। তো এমনই আরও যেসব কাজ করে আমাদের মেট্রোরেল নিয়ে বিশ্বরকর্ড করতে পারি তা নিয়ে ভেবেছি আমরা
১#
সবখানে মেট্রোরেল সময়মতো আসে, কখনও দেরি হয় না। আমাদের মেট্রোরেল দিয়ে আমরা দেরি করার বিশ্বরেকর্ড করতে পারি। অন্তত দুই-তিন ঘণ্টা দেরি করে যেন আসে সেই ব্যবস্থা করতে পারি।
২#
মেট্রোরেলে বসার জায়গা খুবই অল্প। সাধারণত সবাই দাঁড়িয়েই যাতায়াত করে। কিন্তু আমাদের মেট্রো আর সবার মতো হলে চলবে কেন? তাই আমরা প্লাস্টিক জোড়াতালি টুলের ব্যবস্থা করতে পারি সবার বসার সুবিধার জন্য।
৩#
মেট্রোর বগি বরযাত্রী নেওয়ার জন্য ভাড়া দেয়া যেতে পারে। বিশ্বের কোথাও মেট্রোর বগি বিয়ের জন্য ভাড়া দেয়া হয় না। এই সার্ভিসটি শুধু অভিনব হবে তাই নয়, মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়তি ইনকামেরও সুযোগ পাবে।
৪#
মেট্রোর দুই একটা বগিকে মাঝে মাঝে পুরো ট্রেন থেকে আলাদা করতে হবে যেন, বগি রেখে বাকি ট্রেন চলে যেতে পারে। তাহলে বিশ্বরেকর্ড করা থেকে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না।
৫#
মাঝে মাঝে আন্দোলন ও অনশন করার জন্য মেট্রোরেলের লাইনকে বেছে নিতে হবে। এই লাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন বন্ধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করতে হবে। এরকম অসাধ্য সাধন না করতে পারলে রেকর্ড হবে কীভাবে?
৬#
রাজনৈতিক নেতাদেরকে পুরো ট্রেন শো ডাউন করার জন্য ভাড়া দেয়া যেতে পারে। এখনও পর্যন্ত মেট্রোতে করে কেউ নির্বাচনী প্রচারণা চালায়নি কোথাও। তাই বিশ্বের কাছে নিজেদের পরিচয় তুলে ধরতে এটি হতে পারে একটি দারুন উপায়।
৭#
ইদানিং পথে চলতে চলতে রান্নার শো খুব জনপ্রিয়। আমরা মেট্রোতে এভাবে চলতে চলতে গলায় চুলা ঝুলিয়ে রান্না শেখার অনুষ্ঠান করতে পারি। মেট্রো ফিট তো অনুষ্ঠান হিট।
৮#
মেট্রোরেলের স্টেশন ও ট্রেনের বগি বেশ ফাঁকা ফাঁকা লাগে। এসব জায়গায় উপর্যুপরি নির্বাচনী পোস্টার লাগিয়ে রঙিন করার পাশাপাশি ভিন্ন ডিজাইনের মেট্রোর জন্য দুই একটা অ্যাওয়ার্ড অনায়াসেই পেয়ে যেতে পারি।
৯#
মেট্রোতে প্রচুর ভীড় হলেও এর গেট ধরে ঝুলে যাবার কোনো ব্যবস্থা নেই। অথচ এটি বাংলাদেশের ট্রান্সপোর্ট ঐতিহ্যের বড় একটি অংশ। মেট্রোরেলের দরজা ধরে ঝুলে ঝুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে যা হবে পৃথিবীতে প্রথম।
১০#
মেট্রোরেল স্টেশন ছাড়া থামে না। অথচ যাত্রীদের যদি কাজীপাড়ার একটু আগে বা আগারগাঁওয়ের একটু পরে নামতে হয়, তারা কী করবে? তাই মেট্রোরেল যেন লোকাল বাসের মতো স্টেশন ছাড়াও যেখানে সেখানে নেমে যাত্রী ওঠাতে ও নামাতে পারে সে ব্যবস্থা করা যায়। এতে পুরো বিশ্ব জানবে যে আমাদের মেট্রোরেল যাত্রীসেবায় কতটা আপোষহীন!


