বাংলাদেশ না জন্মানোয় শুকরিয়া জ্ঞাপন করলেন মির্জা গালিব, আল্লামা ইকবাল ও মাওলানা জালালউদ্দিন রুমি

৯৮৯ পঠিত ... ১৭:২১, নভেম্বর ২৫, ২০২৫

সাম্প্রতিক বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার হয়েছে আবুল সরকার। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি 'পালাগানের মাধ্যমে ধর্ম অবমাননা' করেছেন। তা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন না-ফেরার দেশের তিন প্রধান সাহিত্যিক তারকা মির্জা গালিব, আল্লামা ইকবাল এবং মাওলানা জালালউদ্দিন রুমি। তারা সম্মিলিতভাবে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, তারা বাংলাদেশ নামক এই অতি-সংবেদনশীল  ভৌগোলিক সীমারেখায় জন্মগ্রহণ না করায় সৃষ্টিকর্তার প্রতি 'কোটি কোটি শুকরিয়া' জ্ঞাপন করছেন।

১৮ শতকের মহান উর্দু কবি মির্জা আসাদুল্লাহ খান গালিব এক ফ্যান্সি চুরুটে টান দিতে দিতে বলেছেন, আহ্! ভাগ্যিস ভারতে জন্মেছিলাম। যদি আমি আজ বাংলাদেশে গালিব হতাম, তবে আমার বিখ্যাত লাইন 'হাম কো মালুম হ্যায় জান্নাত কি হাকিকত, লেকিন দিল কো খুশ রাখনে কো 'গালিব' ইয়ে খয়াল আচ্ছা হ্যায়'  লেখার সাথে সাথেই আমাকে গ্রেফতার করা হতো। আমি কবিতা লেখা বাদ দিয়ে জেলের সেলে বসে শুধু বিরহ গাঁথা লিখতাম। বাহ! আমার মতো একজন 'অতি-আধুনিক' কবিকে বাঁচিয়ে দিয়েছে আমার জন্মস্থান।

আধুনিক উর্দু সাহিত্যের স্তম্ভ আল্লামা মুহাম্মদ ইকবাল, যার 'শিকওয়া' কবিতায় তিনি সরাসরি খোদার কাছে অভিযোগ করেছিলেন, তিনি তার বিবৃতিতে কান্না থামিয়ে বলেছেন, আমি তো খোদার সাথেও ঝগড়া করেছিলাম! আমার বিখ্যাত 'শিকওয়া' তো এক বিশাল অভিযোগপত্র। ভাবুন তো, যদি আমি আজ বাংলাদেশে জন্মাতাম? খোদার কাছে নালিশ করার অপরাধে আমার বিরুদ্ধে হয়তো মামলা হতো। আমার পুরো 'খুদি' (আত্মসত্তা) দর্শনকে হয়তো 'অহংকার' বা 'ইসলামী শৃঙ্খলার পরিপন্থী' হিসেবে তকমা দেওয়া হতো। আল্লাহর লাখ লাখ রহমত, আমি এমন একটি জায়গায় জন্মাইনি যেখানে প্রশ্ন করলে জেলে যেতে হয়।

আর সুফিবাদের মহান শিক্ষক মাওলানা জালালউদ্দিন রুমি (যাকে প্রায়ই দেখা যায় আনন্দের আতিশয্যে ঘুরে ঘুরে নাচতে) ঘূর্ণন নৃত্য থামিয়ে গভীর স্বস্তির নিশ্বাস নিয়েছেন। তিনি বলেন, আমার কবিতাগুলো ভালোবাসার এমন এক স্তর নিয়ে লেখা, যা হয়তো কিছু মানুষের কাছে 'অত্যন্ত ব্যক্তিগত' বা 'অযৌক্তিক' মনে হতে পারে। আর আমার 'সমা' নৃত্য? ওহ্, এটি তো নিশ্চিতভাবে 'পাবলিক প্লেসে পাগলামি' বা 'ধর্মের নামে বাড়াবাড়ি' হিসেবে চিহ্নিত হতো। আমার মুরিদদের সাথে আমার প্রেমময় কথোপকথন হয়তো 'অশ্লীল' হিসেবে প্রচার হতো। কী বাঁচাটাই না বেঁচে গেছি! এই দেশে থাকলে হয়তো আমার সমস্ত সুফি দর্শনকে 'বাউলের মতোই বিপজ্জনক পালাগান' হিসেবে ধরে নিয়ে যাওয়া হতো।

৯৮৯ পঠিত ... ১৭:২১, নভেম্বর ২৫, ২০২৫

Top