তুমি কি শুনতে চাও মিক্লা, শাহবাগী তকমা কীভাবে বাংলাদেশে বিপদ ডাইকা আনবে, বা কীভাবে গৃহযুদ্ধ লাগাইতে পারে?
জ্বী আমি শুনতে চাই, রাইসু স্যার, আপনি বলেন।
শাহবাগী বলতে এখন আর গণজাগরণ মঞ্চের লোকদের বোঝানো হয় না, এইটা তো মানো?
খুব মানি, সেই রকমই তো দেখতেছি। আমারেও শাহবাগী বলছে, রাস্তায়।
তো এই ধারায় কিছুদিন পরে শাহবাগী বলতে যাদের হিজাব নাই, ফতুয়া পরে ও বড় টিপ দেয় ও চুলখোলা ও জিন্স পরে এমন সব মেয়েদের বোঝাবে, ঠিক কিনা?
হইতে পারে।
এরপরে যারাই পাকিস্তান বিরোধী তাদেরকে শাহবাগী বলা হবে।
হইতে পারে।
তারপরে মুক্তিযুদ্ধপন্থী লোক মাত্ররেই বলা হবে শাহবাগী।
সন্দেহ আছে।
সন্দেহ থাকলে তো বাংলাদেশ বাঁইচা গেল। কিন্তু যদি মুক্তিযুদ্ধপন্থী ও পাকিস্তান বিরোধী মাত্রকেই শাহবাগী বলা হয়, তাইলে দেশ দুইভাগ হইয়া যাবে।
ও বুঝছি, আসল বিপদ তাইলে ঘটবে তখনই।
কিন্তু সেইটা অনেক দেরি হইয়া যাবে।
ঠিকই বলছেন, সে কারণেই আমাদের উচিত বুদ্ধিজীবী ও অ্যাকটিভিস্টদেরকে শাহবাগ-শাপলা বাইনারির আগুন নিয়া খেলতে মানা করা। ঠিক না?
তুমি ঠিক বুঝছো মিক্লা। আজকের মত রাজনীতি পড়া ও শিখার ক্লাস তাইলে শেষ।
শেষ কেন স্যার, আপনি আবার কাইলকা পড়াইতে আইসেন।
ওকে মিক্লা বাই।
ওকে রাইসু ভাই, বাই।
পাঠকের মন্তব্য