রিমেক হচ্ছে লাপাত্তা লেডিজ; নতুন নাম লাপাত্তা স্টোন

১৭ পঠিত ... ১৭:৫৫, আগস্ট ১৩, ২০২৫

বৈশ্বিক প্রযুক্তির এই যুগে কোন কিছুই গোপন রাখার সুযোগ নেই। সকল চাহিদা-যোগান মুহূর্তেই ফাঁস হয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গন তথা ফেসবুকে।

সিলেটের সাদাপাথরে স্টোনের চাহিদার কথা শুনে এবার প্রেমের টানে সিলেটে আসার আগ্রহ প্রকাশ করেছেন এমা স্টোন ও শ‌্যারন স্টোন।

এ ব‌্যাপারে এমা তার ফেসবুক পেজে জানান, আমি অভিভূত! আমার জীবদ্দশায় স্টোনের প্রতি এমন ভালোবাসা, এমন চাহিদার কথা শুনিনি। আমি বাংলাদেশে আসতে চাই। আমার পাসপোর্টের মান নিচে নেমে যাওয়ায় বাংলাদেশের ভিসা পাওয়া নিয়ে খানিক টেনশন থাকলেও শুনেছি এখানে প্রেমের টানে কোটায় অনেকে চলে আসে। আমিও আসতে চাই। সিলেটে এসে আমার প্রথম প্রজেক্ট হবে ‘লাপাত্তা স্টোন’। এর কাস্টিংয়ের জন‌্য কিছু দুধ্বর্ষ পাথর উত্তোলকের পাশাপাশি বেখেয়ালী মেথড অ‌্যাক্টরের লিস্ট ইতোমধ‌্যে করে রেখেছেন বলে জানান। টাইটেল ট্র‌্যাক হিসেবে ‘এ মন আমার পাথর তো নয়’  গানটার ব‌‌্যাপারে উল্লেখ করে বলেন এমা জানান গানটি গাইবে জস স্টোন, প্রযোজনায় থাকতে পারেন অলিভার স্টোন।

বাংলাদেশের নীতিনির্ধারকদের ধন‌্যবাদ দিয়ে শ‌্যারন বলেন, হলিউডের বাইরেও আমাদের এত ডিমান্ড আমরা জানতামই না। একটা ভালো সুয়োগ পেলে আমি এখানে থেকেও যেতে পারি।

পাথর উপদেষ্টা হবার আশা ব্যক্ত করে বিশিষ্ট গায়িকা জস স্টোন বলেন, সংস্কৃতমনা বলে আমার মন পরিবেশের জন্য কাঁদে। আমি অনবরত চেয়ে থাকতে পারি পাথরের দিকে।

পাথরের প্রতি আমার আছে অগাধ ভালোবাসা। তাছাড়া পাথর আমার কাছে ভালোবাসার প্রতীক ও। কাজেই এটা ব্যক্তিগতভাবে ব্যবহারের প্রতি আমার আছে পূর্ণ সমর্থন।

তিনি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান পাথর গুলোকে এমন খোলা ভাবে না রেখে নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য।পাথর হলেও তো ওরা মানুষ।

১৭ পঠিত ... ১৭:৫৫, আগস্ট ১৩, ২০২৫

Top