সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা এক যুগান্তকারী নিরাপত্তা সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, ভিডিও না করে মোবাইল ছুঁড়ে মারলেও দুর্ঘটনা প্রতিহত করা যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বদলে মোবাইল ছুঁড়ে মারার এই পরামর্শে মুহূর্তেই হাসাহাসিতে ফেটে পড়েছে সাধারণ মানুষ।
তবে একে নতুন ব্যবসার আইডিয়ায় পরিণত করেছে একসময়ের কিংবদন্তি মোবাইল জায়ান্ট নোকিয়া। শুধুমাত্র বাংলাদেশের বাজারের জন্য তৈরি হবে এই বিশেষ ডিফেন্স এডিশন নোকিয়া মোবাইল ফোন সেট। এই মোবাইলের ভেতরে থাকবে হেলমেট-গ্রেড স্টিলের কেসিং, ওজন হবে প্রায় আধা ইঁট সমান, আর ডিসপ্লে হবে একেবারে চুন-সুরকির মতো শক্ত। নোকিয়ার মতে, একটা ফোনেই কল, গেম খেলা, আর আত্মরক্ষা হবে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, আমরা বরাবরই শক্তপোক্ত হ্যান্ডসেট বানাই যা পড়ে গেলেও চাইনিজ ফোনের মতো অজ্ঞান হয়ে যায় না, তবে এবার যা আনতে যাচ্ছি, আপনারা জাস্ট দেখেন। খেলা হবে।
নতুন এই মডেলের নামও ঠিক হয়ে গেছে—Nokia 3310 Bangla Defence Edition। পরীক্ষামূলকভাবে গুলিস্তানে কয়েকজন ছিনতাইকারী ও চাঁদাবাজের মাথায় হালকা ছুঁড়ে দিয়ে এর কার্যকারিতা ইতিমধ্যে যাচাই করেছে কোম্পানি। ফলাফল:
একজন মোবাইল দেখে ভয়ে দৌড়ে পালিয়েছে, দু’জন বলেছে—দাদা, ভিডিও করেন, মারবেন না। আর বাকিদের মাথায় আজও নোকিয়ার লোগো বসে আছে।
নোকিয়ার CEO এক ফেক টুইটে এই মোবাইলকে ‘জাতীয় নিরাপত্তা সরঞ্জাম’ হিসেবে ঘোষণা করার প্রস্তাবও ইতিমধ্যে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে।