ওয়াকারের বুকের পাথর ভ্যানিশ করার জন্য সিলেট থেকে আসছে বিশেষজ্ঞ দল

৫৯ পঠিত ... ১৭:১৮, আগস্ট ১২, ২০২৫

শেখ হাসিনা চুপিসারে দেশ ছাড়ার পর দেশের হাল ধরার জন্য সেনাবাহিনী ও তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৈঠকে বসেন। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান আপত্তি জানান। বহু যুক্তি-তর্কের পর শেষ পর্যন্ত ছাত্রদের দাবির কাছে নতি স্বীকার করতে হয় তাকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরে জানান— সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

এরপর থেকে এক বছর কেটে গেছে। পাথরের ভারে সেনাপ্রধানের বুকের অবস্থা এখন কেমন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফুসফুস, হার্ট, লিভার - সব কি ঠিকভাবে কাজ করছে? চিফ অফ আর্মি যদি বুকে পাথর বয়ে বেড়ান, তা হলে কি আর চলে? এতদিন অবশ্য পাথর সরানোর কোনো ব্যবস্থাও ছিল না।

তবে সুখবর আছে, সিলেট থেকে আসছে পাথর উত্তোলনে বিশেষজ্ঞ এক দল। এরা নাকি টনের পর টন পাথর চোখের পলকে গায়েব করে দিতে পারে। আর্মি চিফের বুকে থাকা পাথরের ওজন ওদের কাছে নস্যি, টুথপিক দিয়েই তুলে ফেলব, জানিয়েছেন দলের সমন্বয়কারী।

eআরকি প্রতিনিধি যখন ওই দলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তারা গর্ব করে বলেন, আমরা ইতিমধ্যেই সিলেটের সাদা পাথর থেকে সব পাথর তুলে ফেলেছি। জায়গাটা এখন ঝকঝকে তকতকে। বুকের পাথর তো আমাদের কাছে কোনো ব্যাপারই না।

এদিকে বুকে পাথর নিয়ে এতদিন চলতে চলতে সেনাপ্রধানও যেন কিছুটা পাথরে পরিণত হয়েছেন। বিশেষজ্ঞ দলের আগমনের খবর শুনে মনে হচ্ছে, তার বুকে যেন পাথরকুচি গাছের মতো আশার আলো ফুটেছে। সিলেটের সাদা পাথর তুলতে ব্যস্ত ছিল বলে আর কারো শিডিউল দিতে পারে নি তারা, তবে এখন আর কোনো ঝামেলাই নেই।

তবে পরিবেশবিদ ফয়জুল করীম চরমোনাই এসবের মধ্যে ভারতের আধিপত্যবাদী নকশার গন্ধ পাচ্ছেন। বছরের পর বছর মানুষ বুকে পাথর নিয়েই বসবাস করছে। হঠাৎ করে সিলেট থেকে বিশেষজ্ঞ নিয়ে গিয়ে পাথর কেন উত্তলন করতে হবে? তারা একদিনে যে পাথর তুলে নিয়ে আসেন সেটা দিয়ে বিলিয়ন ডলার রেমিটেন্স পাই আমরা। এই মানুষ গুলো মানুষের বুকের পাথর উত্তোলন করতে গেলে তো আমাদের ভারতের কাছ থেকে বেশি মূল্যে পাথর কিনতে হবে। এই চক্রান্ত আমাদের বানচাল করতেই হবে।

শুধু সেনাপ্রধানই নন, সারা দেশে অসংখ্য মানুষ বুকে পাথর বয়ে বেড়াচ্ছেন। কেউ প্রেমে ছ্যাঁকা খেয়ে, কেউ জীবনের নানা কষ্টে পাথর হয়ে যাচ্ছেন ভেতরে ভেতরে। বিশেষজ্ঞ দলের সিরিয়াল এতটাই চাপ যে, সদ্য ছ্যাকা খাওয়া উত্তরার ফেকু মিয়া বুকের পাথর সরাতে ফোন দিলে জানানো হয়— পরের সিরিয়াল আগামী বছর। খবরটা শোনার সঙ্গে সঙ্গেই নাকি তার বুকের পাথরের ওজন ২ কেজি বেড়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বেশ কয়েক মাস ধরেই পাথর উত্তোলন নিবির ভাবে দেখে আসছিলেন। এ ব্যাপারে তার কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন, দেখেন সেনাপ্রধানের বুকের পাথর সড়ানোর জন্য বিশেষজ্ঞ টিম যে যাচ্ছে এর পেছনে কার হাত আছে জানেন? আমিই আসলে ওদেরকে ম্যানেজ করেছি। সাদাপাথরে ওদের পার্ফর্মেন্স দেখে আমি বেশ মুগ্ধই হয়েছি। আসলে আমি রেকমেন্ড করলাম বলেই তো সেনাপ্রধান তাদের কাছ থেকে সার্ভিস নিতে রাজি হলেন।

৫৯ পঠিত ... ১৭:১৮, আগস্ট ১২, ২০২৫

Top