সাদাপাথর লুটপাটের খবরে আত্মগোপনে চলে গেলেন Fantastic Four-এর Ben Grimm

৩৫ পঠিত ... ১৭:৪১, আগস্ট ১৩, ২০২৫

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর উত্তোলনের হিড়িক দেখে বিশ্বজুড়ে পরিবেশবিদেরা যেমন হতবাক, ঠিক তেমনই এক ভিন্নধর্মী ভয়ে কাঁপছেন মার্ভেল ইউনিভার্সের পাথর-দেহী সুপারহিরো Ben Grimm ওরফে “The Thing”। খবর পেয়ে তিনি নাকি তড়িঘড়ি করে স্যুটকেস গুছিয়ে আত্মগোপনে চলে গেছেন।

নিজের গোপন ডেরা থেকে ইমোতে অডিও কলে Ben Grimm ভাই আমাদের বলেন, বাংলাদেশি পাথর ব্যবসায়ীরা যেভাবে সব গিলে খাচ্ছে, আজ সাদাপাথর, কাল হয়তো আমিই। Marvel-এর অবিশ্বস্ত এক সূত্রের বরাতে আমরা জানতে পারি, আতঙ্কে Avengers-এর গ্রুপ চ্যাটে Ben Grimm টেক্সট দিয়েছেন—Guys, I might be next on the export list।  Ben Grimm এর এই

Ben Grimm নিজের সুরক্ষায় ইতিমধ্যেই গায়ে “Made in USA – Do Not Export” লেখা স্টিকার লাগিয়েছেন। এমনকি শোনা যাচ্ছে, তিনি এখন বাইরে বের হলে নিজের গায়ে রঙ করে “Brick Wall” লুক দিচ্ছেন, যাতে মানুষ ভুলে যায় তিনি আসলে জীবন্ত পাথর। বাংলাদেশি পাথর ব্যবসায়ীদের একজন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমরা পরিবেশবান্ধব, সিনেমার পাথর তুলতে যাই না। তবে Ben ভাই যদি নিজে থেকে আসে, তাহলে কি আর করবে… বাজারে চাহিদা তো আছেই।

এদিকে Marvel Studios-ও নাকি চিন্তিত হয়ে পড়েছে। এক প্রযোজক জানিয়েছেন, Fantastic Four-এর নতুন মুভির শুটিং বিলম্বিত হচ্ছে এই পাথর ইস্যুতে। আমরা ভেবেছিলাম আমাদের পরবর্তী মুভিতে  Grimm এর কিছু শট বাংলাদেশের ভোলাগঞ্জে নেওয়া হবে ।  সিনেমার জন্য এডভান্স দিয়ে রেখেছি, কিন্তু এখন তো তাকে খুজেই পাওয়া যাচ্ছে না। আমার কোন লাভ লস নাই, আমার লাইফটাই লস।

 

৩৫ পঠিত ... ১৭:৪১, আগস্ট ১৩, ২০২৫

Top