বিএনপির এক নেতা জানিয়েছেন, ঢাকা শহরে একটা থাকার জায়গা নেই প্রিয় নেতা তারেক রহমানের। তিনি নাকি বাসা খুঁজছেন। তারেক রহমানের বাসা খোঁজার এই খবর মুহূর্তেই ছড়িয়ে পরে শহর জুড়ে। এরপরই ঘটে এক অলৌকিক ঘটনা। জানা যায়, ঢাকার সকল বাড়িওয়ালা এই খবর পাওয়ার পর বাড়ি ভাড়া বাড়িয়ে ফেলেছেন ১০% হারে।
কেন বা কী কারণে বাড়ালেন? এই বিষয়ে বেশিরভাগ বাড়িওয়ালাই আমাদের সাথে কথা বলতে চাননি। একজন বলেছেন, ভাই, এখন নাম বললে বা কথা বললে এরপর তো ক্ষমতা চেঞ্জ হলে চাকরি থাকবে না। বাড়ি ভাড়া নিলে বলেন, ১০% সহ যোগ করে দেই। নইলে ফোটেন। লন্ডনে গিয়া থাকেন গা!
অন্য এক বাড়িওয়ালা বিষয়টি রিস্ক ম্যানেজম্যান্ট হিসেবে দেখছেন। তিনি জানান, আগে থেকে বাড়িয়ে রাখতেছি যাতে পরে কাউকে ১০% দিয়ে দিতে হইলেও টাকা অ্যাডজাস্ট করা যায়। জানেন তো, সাবধানের মার নেই। এটাকে বলতে পারেন, ১০% এর তেলে ১০% ভাজা আরকি!