ভোটের আগে ভালোমানুষ সাজতে যা যা করবেন

১০১ পঠিত ... ১৭:৫২, জুন ২১, ২০২৫

নির্বাচনের রোডম্যাপে চেক-ইন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রয়োজন প্রস্তুতির।

দিনশেষে সবাই তো আসলে ভালো মানুষকেই ভোটটা দিতে চাইবে। কথায় বলে, ভালোর শেষ নেই। ভোট পেতে হলে তাই হতে হবে আপনাকে ভালো মানুষ। দেখে নিন বর্তমান সময়ে ভোট পাওয়ার প্রেক্ষিতে ভালো মানুষ হতে হলে কী কী কাজ করতে পারেন:

  • প্রথমেই খেয়াল করতে হবে আপনার পরিহিত 'ভালো মানুষের মুখোশ'টি ঠিকঠাক আছে কিনা। থাকলে সেটা কোনোভাবেই খোলা যাবে না। আর না থাকলে আজ‌ই পরে নিন, কিনতে লাগবে না একটি টাকাও।

 

  • ভালো মানুষের অন্যতম প্রধান দিক মানবিকতা। ছাতা, ফটোগ্রাফার, গাড়ি থাকলেও সেগুলোকে সেফ জোনে রেখে আপনাকে নামতে হবে রাস্তায়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, পানির মধ্যে হেঁটে, কাঁদায় গড়িয়ে জনগণের সাথে কুশলাদি বিনিময় করতে যেতে হবে। শুধু মর্ম না, আরও কিছু স্পর্শ করে যায় এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রিল বানিয়ে সেটা ছড়িয়ে দিতে হবে ফেসবুকে।

 

  • প্রযুক্তির এই যুগে আপনার নতুন আইডি বা পেইজটির প্রতি যত্নবান হবেন। আপনার পূর্বের হাঙ্কিপাঙ্কির সকল পোস্টের প্রাইভেসি নিশ্চিত করবেন। জনগণের ওপর ভরসা নেই, কখন কী খুঁড়ে বের করে ফেলে! তার উপর আছে ফ্যাক্ট চেকিং-এর যন্ত্রণা। তবে অডিও ফাঁসের ক্ষেত্রে আপনাকে থাকতে হবে আত্মবিশ্বাসী। নিজেকে নির্দোষ রাখার আত্মবিশ্বাস এমন দুর্গম সময়েও আপনাকে 'মানুষ ভালো' বানাবে।

 

  • সামাজিক জীব হিসেবে মিলেমিশে থাকাটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। যে দল যখন ক্ষমতায় থাকবে, আপনার ভেতরকার শিবির সত্তাকে জাগ্রত করে তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। সরকার পরিবর্তনে আবার নতুন সরকারের সাথে মিশে পুরোনোকে ঠ্যাঙানোর মত হ্যাডম আয়ত্তে আনতে পারলে আপনি কোথাও 'খারাপ মানুষ' হিসেবে পরিগণিত হবেন না।

 

  • একদল সমর্থক আপনার ভুলকে শুদ্ধ, মিথ্যাকে সত্য আর অন্যায়কে ন্যায় বলে সমর্থন জোগাবে। আপনার ব্যাপারে দারুণ দারুণ সব মুখরোচক ভালো ভালো ঘটনা জানানো হবে তাদের প্রধান কাজ। এমনকি যদি আইনের ফাঁকে কোনোভাবে, কখনো আপনি আটকেও যান তবে তারা ফুলের মালা দিয়ে আপনাকে স্বাগত জানাবে। আপনার গায়ে ভালো মানুষের তকমা লেগে থাকবে অবিরাম।

 

  • নিরীহ গোছের দেখতে লাগে এমন কিছু পাসপোর্ট সাইজ ছবির হার্ড কপি, সফট কপি রাখবেন। বলা যায় না, যখন তখন লাগতে পারে।

 

  • চোখ বন্ধ করে ধার্মিক হয়ে যান। এটার বিকল্প নেই।

 

  • লোন নিয়ে হলেও কিছু সংস্কারমূলক কাজে হাত দিন। ভয় নেই, শেষ করতে হবে না। শুধু কাজে হাত দিয়ে জনগণকে 'পাশে আছি' ইঙ্গিত দিন। ধানাই পানাই করে কোনোভাবে নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যান, দেখবেন কেল্লাফতে।

এরপরও হয়তো দুঃখজনকভাবে কিছু মানুষের এসব করার প্রয়োজন পড়বে না। জনগণ তাদের প্রকৃতিগতভাবে 'ভালো মানুষ' বললেও আপনি তাতে বিন্দুমাত্র বিচলিত হবেন না। ভাইরালিজমের এই যুগে জনগণের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলাটায় দক্ষতা দেখাতে পারলেই আপনি পাস। ভালো মানুষ হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না।

 

১০১ পঠিত ... ১৭:৫২, জুন ২১, ২০২৫

Top