ছিনতাই থেকে বাঁচাতে বাজারে আসছে নতুন অ্যাপ—পালাও

১০ পঠিত ... ১১ ঘন্টা ১৯ মিনিট আগে

ছিনতাইয়ের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ঢাকা শহরে ৩ মাসে জামিনে ছাড়া পেয়েছে ১১০৮ জন আসামি। এ যেন ঠান্ডা জ্বরের মধ্যে শখ করে আইসক্রিম খাবারের মত একটা বিষয় ঘটে গেলো। ছিনতাইয়ের জন্য ঢাকা শহরে এমনিতেই অনেক বিখ্যাত কিছু এলাকা আছে, আছে কিছু নির্দিষ্ট ওভারপাস কিংবা চিপাগলি। এখানে গিয়ে জান নিয়ে ফিরে আসতে পারলেও মাল নিয়ে ফেরাটা কঠিন অনেকটাই।

দেশের স্বনামধন্য আইটি কোম্পানি ‘পালাও’ নামের একটা বিশেষ অ্যাপ লঞ্চ করতে যাচ্ছে। আপাতত বেটা ভার্সনে ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে মার্ক করে রাখা হয়েছে, এসব এলাকার ত্রিসীমানার কাছে যেতে গেলেই ফোনে কল চলে আসবে সাবধান করার জন। কল সেন্টার থেকে বার বার নিষেধ করার জন্য স্পেশাল ট্রেনিং প্রাপ্ত রিপ্রেজেন্টেটিভ রাখা হয়েছে।

পালাও অ্যাপের ডেভেলপার টিমের সাথে eআরকি টিম বিস্তারতি আলাপে জানতে পেরেছে, এক ডেভেলপারের ফোন ছিনতাই হবার পরই এই অ্যাপ নিয়ে তারা কাজ করছিলেন। ছিনতাই থেকে আসলে পালিয়ে বাঁচা ছাড়া আর অন্য কোনো উপায় নেই দেখে নামটাও দেয়া হয়েছে ‘পালাও’। সামনে তারা আরও বিভিন্ন ফিচার নিয়ে আসবেন বলে জানিয়েছেন।

মোহাম্মদপুরে ১২ মাসে ১৩ বার ঠেক খাওয়া কামাল জানান, পালাও অ্যাপ তার মতো অভাগাদের ছিনতাইয়ের হাত থেকে হয়ত সামনের দিনগুলোতে রক্ষা করতে পারবে, এলাকায় যাবার আগে পালাও অ্যাপ চালু করে যদি আশেপাশে ছিনতাইকারীদের অবস্থান সম্পর্কে সতর্ক করা হয় তাহলে আরও বেশি উপকার পাওয়া যাবে মনে করছেন তিনি।

এদিকে ছিনতাইকারী মহলে এই অ্যাপ নিয়ে নানামূখী আলাপ আলোচনা হচ্ছে, সরাসরি সাক্ষাতকার নিতে গেলে ফোন হারানোর ভয় আছে বলে আমাদের টিম এক ভাই ব্রাদারের মাধ্যমে ছিনতাইকারীদের সাথে যোগাযোগ করলে তারা জানান এসব কখনোই ছিনতাই ঠেকানোর জন্য যথেষ্ট নয়। ছিনতাই আছে, ছিনতাই থাকবে, ছিনতাই জীবন। ওরা নতুন অ্যাপ বানাতে পারলে আমরা কি বসে থাকবো নাকি? দরকার হলে আমরা ঠেকাও অ্যাপ চালু করব। অনলাইনে ছিনতাই এর অফার দিব, মানুষ ভাড়া খেটে আমাদের হয়ে ছিনতাই করে আনবে।

আপাতত ঢাকা শহরের জন্য টিভি চ্যানেল গুলোতে আবহাওয়ার পূর্বাভাসের সাথে সাথে ছিনতাই এর পূর্বাভাস জানানোর দাবি করেছেন অনেক সচেতন নাগরিক। তাদের মতে ঢাকার বিভিন্ন রাস্তায় ছিনতাইয়ের হার, এবং কখন কোথায় কতটুকু মাত্রায় ছিনতাই হয়ে সেটা জানা থাকলে চলাফেরা করতে সুবিধা হবে। 

১০ পঠিত ... ১১ ঘন্টা ১৯ মিনিট আগে

Top