ডাকসু নির্বাচনের হাওয়া বইতেই ফেসবুক নিউজফিডে শুরু হয়েছে দোয়া ও ভোট চাওয়ার বন্যা। সাধারণ ফেসবুকারদের অভিযোগ—একবার রিফ্রেশ দিলেই ১০-১৫ জন প্রার্থী নিজেদের জন্য দোয়া চাইছেন, আরেকবার রিফ্রেশ দিলে আরও ৫০ জন অন্য কারও হয়ে দোয়া চাইছেন। ফলে নিউজফিড এখন পরিণত হয়েছে ‘ডাকসু প্রার্থীদের বিজ্ঞাপন বোর্ড’-এ।
একজন ক্ষুব্ধ ব্যবহারকারী বলেন, আগে নিউজফিডে অন্তত এক-আধটা বিড়ালের ভিডিও বা বন্ধুর স্ট্যাটাস পেতাম। এখন পুরোটা ভর্তি ডাকসু ভাইয়া আপুদের পোস্টে। এত বন্ধু, এত এত রাজপথের লড়াকু সৈনিক লইয়া আমরা সাধারণ ফেসবুকাররা কী করিব! এই বিরক্তি থেকে সাধারণ ব্যবহারকারীরা দাবি তুলেছেন—‘ডাকসু ক্যান্ডিডেট ফ্রি ফিল্টার’ লঞ্চের। অনেকে ফেসবুক হেল্প সেন্টারে রিপোর্ট দিয়ে লিখেছেন—ভাই, আমাদের একটু শান্তি দেন। ডাকসু প্রার্থীদের পোস্টের সোদনে দাঁড়াতি পারছি না।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গ টুইটারে এক পোস্টে লিখেছেন, ফেসবুকার ভয় নাই, মেটাভার্স ছাড়ি নাই। ডাকসু পোস্টবিহীন নিউজফিড দুই-একদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তবে এসবের মাঝে জাকারবার্গ ভাই এক ক্যান্ডিডেটের জন্য দোয়া চেয়ে পোস্ট দেন, পরে অবশ্য সমালোচনার মুখে পোস্ট ডিলিট করে দেন তিনি।
অন্যদিকে সাধারণ ফেসবুকারদের এমন দাবির মুখে ডাকসু প্রার্থীরা অবশ্য এতে ক্ষুব্ধ। লাইক কমেন্ট হারানোর বেদনায় হতাশ এক প্রার্থী লাইভে এসে বলেন, অপরাধটা কী আমাদের, দুবেলা দুমুঠো লাইক কমেন্ট পাওয়ার অধিকার কী আমাদের নেই, এমন স্বাধীনতাই কী চেয়েছিলাম?