সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভিতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ দেখে বুকে ব্যথা অনুভব করছেন মির্জা ফখরুল

২৬১ পঠিত ... ১১ ঘন্টা ২ মিনিট আগে

ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য শুনে মির্জা ফখরুল ইসলাম বাংলা সিনেমায় আনোয়ারের মত বুকের বা পাশে হাত রেখে চিনচিনে ব্যথা অনুভব করছেন বলে জানিয়েছেন। ড. ইউনূসনির্বাচন নিয়ে এক বিষ্ফোরক মন্তব্য করার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না বলে জানিয়েছে দলটির একাধিক নেতা-কর্মী। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুকে ব্যথার কথা ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বুকে চিনচিনে ব্যথাটা ঠিক শুরু হয়েছে ড. মুহম্মদ ইউনূসের নতুন বক্তব্যকে কেন্দ্র করে। ফখরুল ইসলামের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, সিঙ্গাপুরভিত্তিক সিএনএ নিউজকে দেয়া সাক্ষাৎকার পড়ার পর থেকে মির্জা ভাই কেমন যেন মুষড়ে গেছেন। সকাল থেকে মন খারাপ করে বসে আছেন আর বুকে ব্যথাটাও ধীরে ধীরে বাড়ছে। 

ড. ইউনূস বলেছেন সংস্কার ও বিচারের কাজগুলো শেষ করার আগে নির্বাচন করে ফেললে তো ওগুলো কিছুই আর শেষ করে ফেলা যাবে না। এমন বক্তব্য দেখার পর থেকেই মির্জা সাহেবের চোখ মুখে অন্ধকার দেখেছেন তার আশেপাশের মানুষজন। 

মির্জা ফখরুলকে দেখতে আসা ডাক্তারের সাথে eআরকি টিমের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানিয়েছেন,  এই মূহুর্তে অবস্থা কিছুটা ক্রিটিক্যাল। এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা অবজারভেশনে রেখেছি তাকে। তবে তার সামনে নির্বাচন পেছানোর বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আমরা নিষেধ করেছি। 

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে স্বান্ত্বনা দেয়ার জন্য তার দলের নেতা-কর্মীরা যার যার অবস্থান থেকে বলছেন, নেতা আপনি জানেন নাকি, আমরা যেহেতু ১৫/১৬ বছর অপেক্ষা করতে পেরেছি আরো কিছুদিন না হয় অপেক্ষা করব, আর টুকটাক যা চাঁদাবাজি হচ্ছে তাতে আমাদের হয়ে যাচ্ছে। ক্ষমতায় যেতে কে না চায় বলেন! ওরা যেমন এক পা বিদেশে দিয়ে রেখেছে, আমরাও তো এক পা সংসদে দিয়ে রেখেছি। 

উপদেষ্টাদের সাথে মির্জা ফখরুল ইসলামের বুক ব্যথা প্রসঙ্গে জানতে চাইতে যোগাযোগ করার চেষ্টা করে eআরকি টিম। কী হচ্ছে দেশে, আপনাদের নির্বাচন নিয়ে এসব কথাবার্তা শুনে বড় বড় নেতার বুক ব্যাথা বেড়ে যাচ্ছে অথচ আপনারা কোনো ঠিকঠাক কিছু করছেন না। 

এমন কড়া প্রশ্ন এড়িয়ে গিয়ে তারা শুধু ধৈর্য্য ধরতে বলছেন, ধৈর্য্যের ফল সুমিষ্ট হয়ে, সেটা তো তাদের বোঝা উচিত। 

 

 

২৬১ পঠিত ... ১১ ঘন্টা ২ মিনিট আগে

Top