বাংলাদেশি ওয়েব কনটেন্ট জগতে আবারও আসছে নতুন এক চমক। সামনে আসতে যাচ্ছে আধুনিক বাংলা হোটেল সিরিজের বহুল আলোচিত ‘হাঁসের সালুন’ এপিসোডটির স্পিন-অফ সিরিজ। দর্শকদের চাহিদা আর বাজারের পরিস্থিতি বিচার করে প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘হাঁসের সালুন– What the Duck।’
নাম শুনেই অনেকেই অনুমান করছেন, এটি শুধু একটি সিরিজ নয়, বরং হাঁসপ্রেমী এবং হাঁস-বঞ্চিতদের জন্য এক সাংস্কৃতিক বিপ্লব। প্রযোজকরা জানিয়েছেন, সিরিজের শ্যুটিং হবে একদিকে নীলা বাজারে, যেখানে হাঁসের মাংসের দাম নিয়ে প্রতিদিন ছোটখাটো গৃহযুদ্ধ বাঁধে, অন্যদিকে হোটেল ওয়েস্টিনে, যেখানে হাঁসকে সাধারণত দেখা যায় শুধু বুফে টেবিলে।
গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন এক তরুণ নেতা, বয়সে টগবগে কিন্তু মনের দিক থেকে সম্পূর্ণ হাঁসনির্ভর। প্রতিদিনের রাজনৈতিক কর্মসূচি, মিছিল-মিটিং আর নেতাকর্মীদের দাওয়াত শেষে তাঁর একমাত্র চাওয়া—হাঁস ভোজ। প্রথমে তিনি নীলা হোটেলে গিয়ে আশায় বুক বাঁধেন, কিন্তু সেখানে হাঁস না পেয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। হতাশা, ক্ষোভ, এবং চরম ক্ষুধার তাড়নায় শেষমেশ তিনি ওয়েস্টিনের পথে হাঁটা ধরেন।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, মূল চরিত্রে অভিনয়ের জন্য এখনো খোঁজ চলছে। শর্ত হচ্ছে বয়স অবশ্যই ২৫-এর নিচে হতে হবে, যাতে চরিত্রের তরুণ ভাবমূর্তি ধরে রাখা যায়। তবে শুধু বয়স হলেই হবে না, রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে সেটা বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে।