বিশ হাজার টাকা ফেরত না পেয়ে হতাশায় সেলিব্রিটিরা। ফ্যাক্টচেকার বিলুপ্তির আহ্বান

৪০ পঠিত ... ১২ ঘন্টা ১১ মিনিট আগে

সম্প্রতি টাকার বিনিময়ে ফেসবুকে সেলিব্রিটিদের পোস্ট দেয়ার খবর ছড়িয়ে পড়ে। যেখানে ব্যাংকের একটি স্টেটমেন্টের ছবিতে দেখা যায় অনেকে বিশ হাজার টাকা পেয়েছেন পোস্ট করার প্রাইজমানি হিসেবে। যদিও পরে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জানায়, ব্যাংক স্টেটমেন্টটি আসলে ভূয়া।

নাম না প্রকাশ করার শর্তে এক সেলিব্রেটি দুঃখ ভারাক্রান্ত মনে জানান, ফেইসবুকে এটা দেখেই মোবাইলের মেসেজ চেক করলাম। কোন মেসেজ আসে নাই । হ‌ইতে পারে নেটওয়ার্কের সমস্যা। তাই ঢুকলাম অ্যাপসে। ক‌ই? টাকার কোনো ট্রেস নাই। কিন্তু মন তো মানে না। বিশ্বাস করেন ভাই আমি তখন ব্যাংকে গেছি ভীড় ঠেইলা। এক ঘণ্টা পর সিরিয়াল পাইয়া ব্যালেন্স জিজ্ঞাসা করলাম, বলল টাকা আসে নাই। ভাবছিলাম এইটা দিয়ে ওয়েস্টিনে ডিনার করব!

এক‌ই সুরে আরেকজন বলেন, মোবাইল ব্যাংকিং-এর ব্যালেন্স চেক করেছিলাম। ভাই আমি অতশত বুঝি না। আমায় টাকা পাঠানো হোক।

ফ্যাক্টচেকার নিপাত যাক ঘোষণা দিয়ে তারা সর্বসম্মতিক্রমে ঐক্যমতে পৌঁছান যে, আজ এই টাকা পেমেন্টের টেমপ্লেটকে ভুয়া ঘোষণা দিয়ে আমাদের যে সম্ভাবনাটা ছিল অর্থপ্রাপ্তির সেটাও পুরোপুরি নাকচ হয়ে গেল‌। ফ্যাক্ট চেকারদের বলতে চাই, ফ্যাক্ট চেক করার আগে আমাদের ২০ হাজার টাকা দিয়া যাবেন। 

লিস্টে নাম না থাকা এঅ সেলিব্রিটি অবশ্য একটু ভিন্ন সুরে কথা বলে ফেসবুকে পোস্ট করেন, আপনারা আমার ডিমান্ড জানেন? আমি লাখ টাকার নিচে কাজ করি না। মাত্র বিশ হাজার টাকা দিলেও আমি পোস্ট করতাম না। লিস্টে আমার নাম না থাকলেও ভবিষ্যতের জন্য এটা জানিয়ে দিচ্ছি আরকি। যেকোনো পোস্ট অন্তত এক লাখ, ছবিসহ দুই লাখ, ভিডিও তিন লাখ।

৪০ পঠিত ... ১২ ঘন্টা ১১ মিনিট আগে

Top