অফিসের দারোয়ান কি অনেক পাওয়ার দেখাচ্ছে আপনাকে? মাঝেমাঝেই পাত্তা দেয় না? আপনি অফিসে ঢুকলে কি সে আপনাকে দেখেও না দেখার ভান করে থাকে? চিন্তা নেই! আজকে আমরা আপনাকে জানাবো কীভাবে অফিসের দারোয়ানের কাছে আপনি হতে পারেন একজন সম্মানীয় ব্যক্তি।
১# অফিসে ঢোকার সময় ভাবগাম্ভীর্য বজায় রেখে মাঝেমাঝেই কথা বলুন ইংলিশে। দারোয়ান ভাববে ইংরেজিতে যেহেতু বলছেন, ঠিকই বলছেন।
২# মোবাইল কানের কাছে নিয়ে জোরে জোরে ব্যবসা সংক্রান্ত কথা বলুন। লাখ টাকার নিচে কোনো কথা বলবেন না। দারোয়ান ভাববে, বাপরে! স্যার তো বিজনেস টাইকুন!
৩# গাড়ি ছাড়া অফিসে ঢুকবেন না। নিজের গাড়ি না থাকলে উবারে করে অফিসে যাবেন। প্রয়োজন হলে দারোয়ানকে বলবেন, ড্রাইভারের পার্কিংটা দেখিয়ে দিতে।
৪# সবসময় ৫০০/১০০০ টাকার নোট গুনতে গুনতে অফিসে ঢুকুন। মাঝেমাঝে তাকে দিয়ে টাকা গোনান। টাকা না থাকলেও তাকে মাঝেমাঝে ডেকে ১০০০ টাকার নোট ভাংতি হবে কিনা জিজ্ঞেস করুন।
৫# মাঝেমাঝে গলায় ও হাতে সোনার চেইন, আংটি এসব পড়ে অফিসে যান। ঢোকার সময় যেন দারোয়ান দেখতে পায় সেদিকে লক্ষ্য রাখুন। যদি সোনার জুয়েলারি না থাকে তবে ইমিটেশনের জুয়েলারি দিয়ে কাজ চালাতে পারেন।
৬# এক জামাকাপড় একবারের বেশি পড়বেন না। প্রয়োজন হলে বন্ধু, রুমমেটসহ সবার জামা ধার করে নিয়ে আসুন। সবসময় স্টাইল ধরে রাখুন যেন আপনাকে আম্বানীর ছোট ভাই মনে করে।
৭# সুযোগ পেলেই নামকরা রেস্টুরেন্টের খালি কাপ, খাবারের প্যাকেট ও শপিংব্যাগ দারোয়ানকে ফেলতে দিন।
৮# সিগারেট খান বা না খান—সবসময় দামী সিগারেটের প্যাকেট রাখবেন পকেটে। মাঝেমাঝে এসব প্যাকেট থেকে আপনার সিগারেটটা বের করে ধরাবেন তার সামনে।