যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন বিয়েবাড়ির ফুপা

২২ পঠিত ... ১৭:২০, আগস্ট ১৮, ২০২৫

আমাদের আশেপাশে অনেক বিয়েবাড়ির ফুপা থাকেন। যাদের দেখলেই চেনা যায়, আমরা তাদের নিয়ে আলোচনা করি, সময়ে সময়ে হাসাহসিও। কিন্তু জানেন কি, আপনিও যে হতে পারেন সেই ফুপাটা? বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের সাথে মিলিয়ে নিন এই বৈশিষ্ট্যগুলো...

১। দাওয়াত যেভাবেই দেয়া হোক না কেন আপনার পছন্দ হয় না। ফেসবুকে দাওয়াত পেলে বলেন ফোনে কেন দাওয়াত দেয়নি, ফোনে দাওয়াত পেলে বলেন এসে কেন দাওয়াত দেয়নি। আসলে বলেন কার্ড কেন দেয়নি। কার্ড পেলে বলেন কোলে করে কেন নিয়ে যায়নি!

২। যেখানেই বসুন, যার সাথেই বসুন, রোস্টের সবচেয়ে ছোটো পিসটা আপনার পাতেই পড়বে।

৩। এই ফ্যামিলিতে আপনি কখনোই দাম পেলেন না!

৪। দেনমোহরের আলাপ করতে আপনার খুব ভালো লাগে! মেয়েপক্ষ হলে দেনমোহর বেশীর পক্ষে, ছেলেপক্ষ হলে উল্টো।

৫। বর অথবা কনের বাবা অন্তত দশবার এসে আপনার খোঁজখবর না নিলে মান-সম্মান চলে যায়। এই ফ্যামিলিতে আপনি কখনোই...

৬। প্রেম? হোয়াট! এত জঘন্য কাজ মানুষ কীভাবে করতে পারে? না না... এসব প্রেমের বিয়ে ফ্যামিলিতে আপনি অ্যালাউ করেন না!

৭। বিয়েবাড়ির সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার কথাই শেষ কথা। এরপর আর কোনো কথা হলে এইসবে আপনি আর নাই। সত্যি, এই ফ্যামিলিতে আপনি কোনো...

৮। ছবি তোলার সময় আপনি থাকবেন ফ্রন্টে, তা না করে আপনাকে দেখা যায় এই চিপায়... ওই চিপায়! সত্যিই এই ফ্যামিলিতে...

৯। খালুকে বসার জন্য চেয়ার দিলো, আপনার চেয়ার কই? খালুর পয়সা বেশি দেখে এতকিছু? ৩ নম্বর পয়েন্টটা আবার...

১০। বর ও কনে সবার আগে আপনাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। কী সবার আগে করে নাই? এই বিয়েতে আপনি আর নাই!

আপনার মাঝে যদি এ ধরনের বৈশিষ্ট্যগুলো মিলে যায় তবে কংগ্রাচুলেশন্স! আপনি পুরোদমে একজন বিয়েবাড়ির ফুপা! চিৎকার করে নির্ভয়ে বলুন—এই ফ্যামিলিতে আমি আর...

২২ পঠিত ... ১৭:২০, আগস্ট ১৮, ২০২৫

Top