ডাকসু প্রার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থীদের যা যা দাবি থাকতে পারে

১০ পঠিত ... ৫ ঘন্টা ৮ মিনিট আগে

আসছে ডাকসু নির্বাচন, এটি নিয়ে বেশ তোলপাড় চলছে চারদিকে। কথা হচ্ছে নানারকম, সাথে তৈরী হচ্ছে বিভিন্ন যৌক্তিক চাওয়া। আশা করা হচ্ছে জুলাই স্পিরিটের উপর দাঁড়ানো এ সকল প্রার্থীরা হয়তো এই দাবীগুলো মেনে নিবেন ও বাস্তবায়নের চেষ্টা করবেন। আসুন জেনে নিই কী কী দাবি তারা বাস্তবায়ন করতে পারেন।

 

১। সন্ধ্যার পরে ক্যাম্পাসে কাপলরা প্রেম করলে কেউ ফ্রাস্ট্রেশন থেকে মোরাল পুলিশিং করবে না।

 

২। ক্যাম্পাসে ছেলে-মেয়ে, অথবা কাপল একসাথে বসলে কেউ ক্যামেরা নিয়ে ছবি তুলে মোরাল পুলিশিং করতে পারবে না।

 

৩। ক্যাম্পাসে ছাত্ররা রাতভর বাইরে চিল করে বেড়াবে, মেয়েদের হলের ফিক্সড টাইমিং থাকবে–এই বৈষম্য বাদ দিতে হবে।

 

৪। ধর্মীয় অনুশাসন চলবে ব্যক্তিগতভাবে। এর নামে ক্যম্পাসে কালচারাল প্রোগ্রাম নিয়ে চুলকানি চলবে না। 

 

৫। উদ্যান, ক্যাম্পাস সবখানে নিরাপদ এবং স্বাধীনভাবে চলাফেরা করার জন্যে কারও  ‘ভাই কি ক্যাম্পাসের’ প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না।

 

৬। প্রথম বর্ষের কাউকে হলে ‘ইলিশ ফাইল’ হয়ে ঘুমাতে হবে না, পর্যাপ্ত আবাসন থাকবে।

 

৭। হলের ক্যান্টিনে খাওয়ার মধ্যে কমপ্লিমেন্টারি হিসেবে কেউ তেলাপোকা চায়না। খাওয়ার দাম দিতে গিয়ে কারো পকেট খালি হবে না।

 

৮। অ্যাটেন্ডেন্সের বাহানায় কাউকে বস্তাপচা লেকচার শোনার জন্যে বাধ্য করা যাবে না।

 

৯। ক্যাম্পাসে শিক্ষার্থীর নিরাপত্তার দায় বহিরাগতদের দিয়ে প্রশাসন এর বসে মুড়ি খাওয়া বাদ দিতে হবে।

 

১০। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে, সাধারণ শিক্ষার্থীর নামে গুপ্ত রাজনীতি থাকবে না।

১০ পঠিত ... ৫ ঘন্টা ৮ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top