আর নয় মারামারি, হানাহানি কিংবা ভুল বোঝাবুঝি। ঘুষের টাকার সুষম বন্টনে দরকার বিশেষ ক্যালকুলেটর, প্রয়োজন নীতিমালার‌ও

২৩ পঠিত ... ৪ ঘন্টা ২২ মিনিট আগে

ক্যালকুলেটরের পূর্বপুরুষ অ্যাবাকাস এসেছিল সেই ৪০০০-৫০০০ বছর আগে। হিসাব নিকাশের সুবিধার্থে দিন বদলে প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়ায় স্মার্ট‌ওয়াচেও ক্যালকুলেটর চলে আসলো। দেশ এগিয়ে গেলেও উৎকর্ষের ছোঁয়া লাগেনি ‘ঘুষের টাকা’ হিসেবের বেলায়‌। এই গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত ব্যাপার উঠে এসেছে সম্প্রতি সাভারের পৌরসভায় মারামারির ঘটনায়। বাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদনকারীর থেকে প্রাপ্ত ঘুষের টাকা বিতরণের মতো ছোটখাটো বিষয় নিয়ে হাতাহাতি ঘটনা ঘটে দুই করে কর্মকর্তার মধ্যে। পদ্মা, মেঘনা, যমুনার মতো ঘুষ বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ সেই আদিকাল থেকে।

দিনদিন এর চাহিদা জমির দামের মতোই ঊর্ধ্বমুখী।

মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সমান তালে বাড়ছে ঘুষের চাহিদা। কিন্তু এখন অব্দি এর সুষম বণ্টনের জন্য না আছে কোনো নীতিমালা, নেই কোন বিশ্বাসযোগ্য হিসাব যন্ত্র‌ও।

বাংলাদেশের মতো এক সম্প্রীতির দেশে ঘুষের টাকার বণ্টন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি ও তা নিয়ে হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া দেশের দুর্নীতির মানদন্ডে এক কালো দাগ। এ ব্যাপারে দুদুক (দুষ্ট দুর্নীতি কমিশন) জানায়, ঘুষ আমাদের জনরায় প্রথম সারির এক চাহিদা। এর ভাগ বাটোয়ারা হতে হবে স্মুথ! কিন্তু সাভারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের ল্যাকিংসটা কোথায়! কোথায় আমাদের কাজ করা প্রয়োজন। লোনের কিস্তির ই‌এম‌আই আবিষ্কারের আগে ঘুষের টাকার ক্যালকুলেটর আবিষ্কার বেশি দরকারি।

ক্ষেত্র, টাকার পরিমাণ, মানুষ সংখ্যা ও বিনিয়োগকারী হিসেবে একটি সূত্র তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, এটা নিউটনের আপেলের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। সাভার আমাদের নিউটন—দুই কর কর্মকর্তা আমাদের.. তাদের এ অবস্থা আমাদের প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বুঝতে পেরেছি কতটা পিছিয়ে পড়া আমরা এ জাতি।

তিনি সরকারের কাছে আহ্বান জানান দ্রুত এ ব্যাপারে অনুদান প্রয়োজন।প্র য়োজনে কিছু চা-পানি খাওয়াতে ও তাদের এ সংগঠন দ্বিধা করবেনা জানিয়ে তিনি বলেন, অনুদানের টাকা পেলে পরেরবার চা আর পানি ক্যালকুলেটরে হিসাব করেই দেওয়া হবে।

২৩ পঠিত ... ৪ ঘন্টা ২২ মিনিট আগে

Top