২০২৫ ও ২০২৬ সালের ১২টি নোবেল একসাথে নিজের দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প 

১৩ পঠিত ... ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে

সাতসকালে ট্রাম্প ডাক্তার দেখিয়েছেন তার চোখের সমস্যার জন্য। গত কয়েকদিন যাবত চোখের মনি হালকা বাঁ-দিকে বেঁকে গিয়েছে। কখন নোবেল কমিটি থেকে ফোন আসে সেই চিন্তায় বাঁ পকেটে থাকা ফোনে আড়চোখে বারবার তাকাতেই এমন সমস্যা হয়েছে। 

ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই, কয়েকদিন মোবাইল ডান পকেটে রেখে আড়চোখে তাকালে ব্যালেন্স হয়ে যাবে।

আসন্ন নোবেল পুরস্কার ঘোষণাকে সামনে রেখে ট্রাম্পের মধ্যে এমন আচরণ লক্ষ করা গেছে। eআরকির সাথে এক বিশেষ সাক্ষাতকারে ট্রাম্প এমনটাই জানান। তিনি বলেন, নোবেল কমিটির উচিত আমাকে আগামী দুই বছরের ১২টি নোবেল দিয়ে দেওয়া। তাহলে নোবেল কমিটির আগামী দুইবছর আর কোনো কাজ থাকবে না। তারা আরাম করতে পারবে। তাছাড়া আমি তো ১২টি নোবেল পাওয়ার যোগ্যই! 

এদিকে ট্রাম্পের রুমে নাকি এক কেজির নিচের সকল আসবাবপত্রে ভাইব্রেশন হচ্ছে। ডাক্তার বলেছেন এটা ট্রাম্পের বাড়তি হৃদস্পন্দন! কখন ঘোষণা চলে আসে সেই উৎকণ্ঠায় এমন হচ্ছে, ঘোষণা আসলেই ঠিক হয়ে যাবে।

নোবেল ঘোষণার পর কী কী পোস্ট করবেন সে সম্পর্কে কিছু ফলস পোস্ট ড্রাফট করে ট্রুথসোশ্যালে রাখছেন। 

বলা তো যায় না, কখন কী... বলতেই মুচকি হেসে ট্রাম্পকে মেলেনিয়ার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ঝকঝকে হাসি, চনমনে বাহার! কী বুঝলেন মনু?

মেলেনিয়া কী বুঝলেন সেটা আমরা না বুঝলেও ট্রাম্পের আরেকটি ছোট্টো চাওয়া সামনে এসেছে। নোবেল তো দেওয়া হচ্ছে ৬টি বিষয়ে। সব বিষয়ের উদ্দেশ্য‌ই দিন শেষে শান্তি। ২০২৫-এ তিনি যে শান্তি আনয়নে ভূমিকা রাখলেন তার ফল তো আগামী বছরও থাকবে। এই দুই বছরের নোবেল একসাথে দিয়ে দিলে একটু টেনশন ফ্রি থাকা যেত আর কী!

ট্রাম্প মনে করেন নোবেল শান্তিতে নেতানিয়াহু ছাড়া তার সমতুল্য আর কোন প্রতিদ্বন্দ্বী আপাতত নেই। আরও একজন অবশ্য ছিল তবে এখন তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

সমগ্র বিশ্বে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির তালিকায় ট্রাম্পের চেয়ে যোগ্য প্রার্থী আর দ্বিতীয়টি নেই স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প আরও জানান, শান্তিতে নোবেল না পেলে ৭টা যুদ্ধ যে থামিয়েছি সেগুলো আবার শুরু করিয়ে অশান্তি বাঁধিয়ে দেব।

১৩ পঠিত ... ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে

Top