কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে? নিজেকে কীভাবে আটকাবেন?

১৩ পঠিত ... ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে

কিছু মানুষ আছেন যাদের বাজারে গেলেই চোখে পড়ে হাজারো জিনিস, আর মনে হয়—এইটা না কিনলে জীবনই অসম্পূর্ণ! কিন্তু সমস্যা হলো, এই কেনাকাটার প্রবণতা মানিব্যাগের বারোটা বাজিয়ে দেয়। তাই নিজের ‘শপাহোলিক’ মনকে সামলাতে চাই একটু সৃজনশীলতা, চাই কিছু অদ্ভুতুড়ে কৌশল। নিচে দেওয়া হলো এমন কিছু টিপস, যেগুলো পড়ে হয়তো হাসবেনও, আবার শপিং-এর নেশা সামলাতেও কাজে লাগতে পারে।

 

১। বাসা থেকে একদম ফাঁকা হয়ে বের হবেন। পকেটে টাকা তো থাকবেই না। কার্ড, বিকাশ এমনকি মোবাইলও রাখবেন না। নিজের কাছে টাকা না থাকলে কারও কাছ থেকে টাকা আনার ব্যবস্থা না থাকলে সহজেই নিজেকে কেনাকাটা থেকে আটকাতে পারবেন।

২। বাসায় একটা পুরোনো বাটা স্যান্ডেল রাখুন। আর আপনার ছোটভাই বা ছোটবোনকে নিয়োগ দিয়ে বলুন, আমি কিছু কিনলেই আমাকে জুতা দিয়ে পিটাবি। এরপর আপনার কিছু করতে হবে না। বাকিটা আপনার ছোটভাই, ছোটবোনই করবে।

৩। দোকানে যান। জিনিস কিনতে ইচ্ছা করলে কিনেই ফেলুন! সমস্যা নেই। কিন্তু তার আগে দোকানদারকে বলুন, টাকা দেওয়ার পর দোকানদার যেন আপনাকে জিনিসটা না দেয়। উলটা চোর বলে মারধোর করে! দোকানদারকে এটাও জানান যে, এই মারধোরের জন্যও আপনি তাকে টাকা-পয়সা দেবেন।

৪। একজন বক্সার নিয়োগ দিন। যে সবসময় আপনার সাথে সাথে থাকবে। যেখানেই যাবেন, সেও যাবে। সাধারণত সে আপনাকে তেমন কিছু করবে না। শুধু যখনই কিছু দেখলে আপনার কানাকাটার ক্রেভিংস উঠবে তখন এই বক্সার আপনাকে একটা বক্সিং দিয়ে অজ্ঞান করে দেবে।

৫। নিজের দুইটা দোকান দিয়ে দিতে পারেন! কিছু কিনতে ইচ্ছা করলে এক দোকান থেকে কিনে ফেলবেন। এরপর আরেক দোকানে নিয়ে এইটা বিক্রি করবেন। এভাবেই কইয়ের তেলে কই ভাববেন। কেনাকাটাও হবে। লসও হবে না।

১৩ পঠিত ... ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে

Top