একটি বিশেষ চরিত্রের জন্য Better call Saul-এর পরবর্তী সিজনে শিশির মনিরকে চান পরিচালকরা 

৩৩ পঠিত ... ৭ ঘন্টা ২২ মিনিট আগে

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এসেছে জনপ্রিয় মার্কিন সিরিজ Better Call Saul-এর নতুন সিজনের। তবে মূল ঘটনা এটি নয়, আসন্ন নতুন সিজনে একটি বিশেষ চরিত্রে বাংলাদেশের বহুল আলোচিত আইনজীবী শিশির মনিরকে চান সিরিজটির পরিচালকরা। সিরিজটির মূল পরিচালক ভিন্স গিলিগান জানিয়েছেন, আমরা এমন একজন চরিত্র খুঁজছিলাম যিনি  Saul Goodman-কে টেক্কা দিতে পারবেন। তারপরই ইউটিউবে শিশির মনির ভাইয়ের এক মিনিটের বক্তব্য দেখে আমরা বুঝে যাই—this is our man। খেলা হবে ব্রো। 

নতুন সিজনের নামও পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তারা বলেন না আপাতত Better Call Saul নামেই চলবে। তবে চরিত্রটি দর্শক জনপ্রিয়তা পেলে পরবর্তীত Better Call Shishir নামে একটি স্পিন অফ করা হতে পারে। সিরিজের মূল চরিত্র Saul Goodman বিষয়টি নিয়ে একটু চিন্তিত আছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শিশির মনিরকে যদি স্ক্রিনে আনা হয়, তাহলে আমাকে হয়তো ব্যাকগ্রাউন্ডে কফি বানানোর ভূমিকায় নামতে হবে। আমার ব্যবসায় তো লালবাত্তি ওস্তাদ। 

অন্যদিকে বাংলাদেশের দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। কেউ কেউ লিখেছেন, ‘Better Call Shishir’ নয় বরং স্পিন অফ সিরিজ হলে ‘Breaking Bail’ নামটি যথার্থ হবে শিশির ভাইয়ের জন্য। আর কেউ কেউ দাবি করেছেন, শিশির মনিরের প্রবেশে সিরিজটি এবার IMDb-তে ১০-এর মধ্যে ১১ রেটিং পাবে।

৩৩ পঠিত ... ৭ ঘন্টা ২২ মিনিট আগে

Top