বাসার দরজায় সাংকেতিক ভাষার কার্ড পেয়ে আধাপাগল বদরুল

৫৬২ পঠিত ... ১৭:৩৯, অক্টোবর ০৭, ২০২১

shanketik card

গত বুধবার রাতে আর দশটা রাতের মতোই ১টার দিকে ‘স্কুইড গেম’ সিরিজটি শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে বগুড়ার বদরুল। এরপর সকালে উঠে সে যা দেখে, এর জন্য কোনোভাবেই সে প্রস্তুত ছিল না। বাসার মূল দরজা খুলতেই সে দেখতে পায়, কেউ একজন একটা কার্ড গুঁজে রেখে গেছে। সেই কার্ডটি দেখতে অবিকল 'স্কুইড গেম' এর কার্ডটির মতোই। এ ঘটনায় শিউরে উঠেছে বদরুলসহ স্কুইড গেম দেখা এলাকাবাসী।

রাকিব (১৩) নামে এক কিশোর eআরকিকে জানায়, ‘বদরুল ভাই কইছে গেম থেইকা টাকা আইনা আমারে একটা পিস্তল দিবো, আর নতুন একটা পাঞ্জাবি।' অন্যদিকে কার্ডের কথা এলাকায় জানাজানি হতেই সকাল থেকে বদরুলের বাসার সামনে বিশাল লাইন পড়ে যায়। কেউ কেউ বলছেন, বদরুলের মৃত বাবার কাছে তারা টাকা পেতেন। খেলা থেকে ফিরে যেন অবশ্যই বদরুল তাদের কোটি কোটি টাকা পরিশোধ করে। এদিকে লাইনে দাঁড়ানো কুমকুমি (২১) নামের এক তরুণী বলেন, 'বদরুল ভাই দুই বছর আগে আমারে প্রেমের প্রস্তাব দিছিলো। তখন ফিরায়া দিছিলাম। এখন আমার মন ঘুরছে। উনারে সোনো (স্নো) পাউডার আনতে কমু। অনেক ট্যাকা পাইবো নাকি...'

বদরুল ধারণা করছে, কোরিয়া থেকেই তার জন্য কার্ডটি এসেছে। তবে জীবন বাজি রেখে এই গেমে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে কিনা, তা বুঝতে পারছে না। যদিও পরদিনই সে ভর্তি হয়েছে ‘৭ দিনে কোরিয়ান ভাষা শিখুন’ কোর্সে। এছাড়াও কোরিয়া নিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার বইপত্র কিনেছে বদরুল। এ ব্যাপারে সে জানায়, 'গেম খেলে এই টাকা তুলে আনবো... কোনো চিন্তা নাই... আপাতত রিল্যাক্স।'

এদিকে eআরকির সাংকেতিক ভাষা বিশেষজ্ঞ আজ দুপুর দুইটার দিকে সঙবাদমাধ্যমের কাছে সেই কার্ডটি সম্পর্কে একটি আশ্চর্যজনক তথ্য দেন। তিনি বলেন, 'কার্ডটা আমি ডিকোড করেছি। বদরুল যেমনটা ভাবছে, তেমন কিছু নয়। এখানে সাংকেতিক ভাষায় ‘বোকা**’ লেখা। না না, আপনাকে গালি দিচ্ছি না, এটাই লেখা...'

এ খবর শোনার পর থেকে প্রচন্ড রাগে ফুঁসছে বদরুল। ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেনি সে। বিকাল পাঁচটার দিকে ‘অসাম বদরুল’ নামক আইডি থেকে তিনি স্ট্যাটাস দেন, 'সাহস থাকলে সামনে আয়... বদমাইশের বাচ্চা... এই কার্ড তোর পা* দিয়া ঢুকামু...'

এই স্ট্যাটাসে হাহা দেয়া বদরুলের পাঁচ বন্ধুর মধ্যে কোনো একজন কার্ডটি তার দরজায় রেখে এসেছে বলে ধারণা করছে স্থানীয় গোয়েন্দারা।

৫৬২ পঠিত ... ১৭:৩৯, অক্টোবর ০৭, ২০২১

Top