আমি একজন বালের সেবক। থুক্কু... চুলের সেবক। আমি আজ স্বেচ্ছায় মানুষের চুল ফেলতে রাস্তায় নেমেছি। আপনারা চাইলে আমাকে আদর করে চুলের স্বেচ্ছাসেবকও ডাকতে পারেন। আই ডোন্ট মাইন্ড। আমি একজন আশাবাদী ড্রিমার। আর আমার হাতে আছে একটা চমৎকার ট্রিমার।
রাস্তায় অনেক মানুষ থাকে যাদের অনেকের চুল হাঁটুর কাছে চলে আসে। মাথায় জটও থাকে। দেখতে খুবই বিচ্ছিরি লাগে। যেহেতু আমার কাছে বিচ্ছিরি লাগে এবং আমি একজন সেবক সেহেতু এই চুল ও জট কাটাকে আমি দায়িত্ব মনে করি। আপনারা প্রশ্ন করতে পারেন, যার চুল তার অনুমতি নেই কিনা।
তার অনুমতি দিয়ে আমার কাজ কী? ট্রিমার কিনেছি আমি, নিজে নেমেছি ফিল্ডে, মানুষকে ভালো কাজের উৎসাহ দিতে ভিডিও করতেছি... এত সবকিছু করতেছি কি পাগলের অনুমতি নিতে?
আপনারা জেনে খুশি হবেন, চুল-দাড়ি সাইজ করা শেষ হলে আমি মিষ্টিস্বরে ওদের দ্বীনের দাওয়াহ দিয়ে থাকি। কে কোন ধর্মের লোক, আদৌ ধর্ম মানে কিনা, কে বাউল, কে ফাউল সেটা আমার জানার বিষয় না। আমি দাওয়াহ দিলে ওরা নিতে বাধ্য। কারণ আমি নিজ গরজে ওর চুল কাটলাম। তাই আমার দাওয়াহ ওকে নিতেই হবে।
আমার জীবনের খুব বড় একটা আফসোস আমি লালন সাঁই আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই সেবাটুকু করতে পারলাম না। ব্যাপার না। এখনও নির্মলেন্দু গুণ আছে। ভাবছি এক সকালে ট্রিমার হাতে তার বাসায় গিয়ে হাজির হব। কাজ শেষে তাকে দাওয়াহ দিয়ে আসব। আমি যেহেতু স্বেচ্ছাসেবক আমি এটা স্বেচ্ছায় করব। আমি যেহেতু নিজ থেকে ওনার উপকার করব ওনার আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি ধন্যবাদ চাই না। মানুষের ভালোবাসা চাই।