গতকালকের খেলা না দেখেও নিজেকে লা লিগা মাস্টার প্রমাণ করতে যেভাবে প্রিটেন্ড করবেন

পঠিত ... ৫ ঘন্টা ৪২ মিনিট আগে

ইতোমধ্যেই হয়তো ফেসবুকে জেনে গিয়েছেন, কালকে কোনো একটা ফুটবল লীগে বার্সেলোনা গো-হারা হেরেছে। সবাই হালা মাদ্রিদের জায়গায় হালি বার্সেলোনার আলাপ তুলছে। কিন্তু বাসায় বসে ব্যাচেলর পয়েন্ট এর রিলস দেখতে দেখতে আপনি খেলার প্রতি তেমন আগ্রহ পান না। কিন্তু সোশ্যাল মিডিয়া, বন্ধুমহলে জাতে উঠতে হলে আপনার এমন একটা ভান ধরতে হবে, লা লিগা আপনার ধ্যান-জ্ঞ্যান, রেগুলার রাত জেগে সবকিছু বাদ দিয়ে আপনি খেলায় বুঁদ হয়ে থাকেন এবং আপনি বার্সেলোনার ডাই হার্ড ফ্যান। চলুন জেনে আসা যাক, নিজেকে লা লিগা স্পেশালিস্ট প্রমাণ করতে গতকালকে ম্যাচ নিয়ে আপনার যে বিষয়গুলো জানা উচিত। 

১. প্রথমেই গুগল করে কালকের খেলার স্কোর জেনে নিন। কার সাথে বার্সেলোনার খেলা হয়েছে, কে কে গোল দিয়েছে জেনে নিন। যারা গোল দিয়েছে তাদের রিসেন্ট পারফরম্যান্স, জাতীয় দলে তাদের পারফরম্যান্স নিয়ে একটু গুগল করে এ নিয়ে বন্ধুমহলে একটা আলাপ তুলতে পারেন। তাইলে সবাই ভাববে, বাহ, এতো দেখি সব প্লেয়ারকেই চেনে। সম্ভব হলে খেলোয়াড়দের পুরো নাম মনে রাখতে পারেন। 

২. এরপর ইউটিউব থেকে গতকালকের ম্যাচের হাইলাইটস দেখে নেন। ফেসবুকে ফুটবলের গ্রুপগুলোতে ঢুকে দেখে নিন, কার পারফরম্যান্স ভালো ছিল, কাকে নিয়ে সমালোচনা হচ্ছে। এরপর এ নিয়ে আপনি একটা আলাপ দিতে পারেন একটু ফ্রাস্ট্রেশন মিশিয়ে, আরেহ হালা পেদ্রি কি বা*লটাই না খেলল। ইয়ামাল কেনো খেলতে পারেনি তা নিয়ে একটু আফসোস করেন। ইয়ামাল খেললেই রাইট-এর ফাঁকা অংশটা থাকত না।

৩. গুগল থেকে ফুটবলের বিভিন্ন টার্ম জেনে নিন। এসবকে কালকের ম্যাচের সাথে মেলান, কোনো প্লেয়ারের খেলার সাথে মেলান। এইটা করতে পারলে আপনি হয়ে যাবেন প্রো ফুটবল অ্যানালাইজার। যেমন বলেন, বার্সেলোনার কীভাবে গিগেন প্রেস করে সেভিয়াকে শুরু থেকে চাপে রাখা দরকার ছিল।

৪. কালকের ম্যাচে বার্সেলোনার কোচকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। টিমের ফর্মেশন নিয়ে আলাপ তুলতে পারেন। ৪-২-৩-১-এ না খেলে, ৪-৩-৩-এ খেললে কিভাবে ভালো পারফরম্যান্স করা যেত এ নিয়ে একটা আলাপ তুলতে পারেন। ফরমেশন আলাপে ইয়ামালকে নিয়ে আরেকবার আফসোস করে নেন। এছাড়া সেভিয়ার যে সর্বকালের সেরা খেলা দিয়েছে এ নিয়ে একটা আলাপ দিতে পারেন। এইবার সেভিয়া লিগ জিতে যেতে পারে এই দাবিও তুলতে পারেন। 

৫. সবশেষে নিজেকে বার্সার গর্বিত টিপিক্যাল ফ্যান দাবি স্ট্যাবলিশ করতে রিয়াল মাদ্রিদকে ব্যাশিং করে কিছু পোস্ট করে আসেন। একটু হিস্ট্রি ঘেঁটে মাদ্রিদ কবে কবে চাইরটা খেয়েছে, বার্সার সাথে কবে কবে মাদ্রিদ গো হারা হেরেছে তার একটা রিপোর্ট পোস্ট করেন ফেসবুকে। সেভিয়াকে সেকেন্ড লিগে দেখে নেওয়া হবে, বার্সেলোনা সবসময় এমন কামব্যাক দিয়ে এসেছে তা নিয়ে আলাপ দেন।

পঠিত ... ৫ ঘন্টা ৪২ মিনিট আগে

Top