যেসব যুক্তিতে ব্রাজিল সমর্থকরা আজ অস্ট্রেলিয়া সমর্থন করবেন

১০৯১ পঠিত ... ১৫:১২, ডিসেম্বর ০৩, ২০২২

Jeshob-juktite

রাউন্ডে অফ সিক্সটিনে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া। বরাবরের মতো এই ম্যাচেও অস্ট্রেলিয়াকে সমর্থন করার জন্য মন আকুপাকু করছে অনেক ব্রাজিল সমর্থকের। কিন্তু লোকলজ্জার ভয়ে অনেকেই সরাসরি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতে পারছেন না। এমন সমর্থকদের জন্য ৭টি জোরালো যুক্তি ভেবে বের করেছে eআরকির গবেষক দল।

১# ব্রাজিল পাঁচবার কাপ জিতেছে, অস্ট্রেলিয়াও পাঁচবার কাপ জিতেছে সুতরাং তারা আমাদের কাপতুতো ভাই। সমর্থন তো তারাই পাবে।  

২# ব্রাজিল সমর্থক হলেও কারও কারও কাজিন কিংবা পরিবারের কেউ না কেউ অস্ট্রেলিয়া থাকে। অন্তত পারিবারিক দিক বিবেচনায় করলেও সমর্থনটা অস্ট্রেলিয়ার দিকেই যায়।

৩# অস্ট্রেলিয়া একটা ক্রিকেট খেলুড়ে দেশ, বাংলাদেশও ক্রিকেট খেলুড়ে দেশ। সুতরাং ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে নৈতিকভাবে আমাদেরও উচিত তাদের সমর্থন করা।

৪# অনেক ব্রাজিল সমর্থক আছেন, যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করে বসে আছেন। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনাকে সমর্থন করলে কী না কী হয়! সমর্থন অস্ট্রেলিয়াকেই করুক।

৫# আর্জেন্টিনার জয় বড় কথা নয়, ফুটবলের সৌন্দর্য্য, ফুটবলে মহত্ব, ফুটবলেই লিগ্যাসিই বড় কথা। চাইলেই আর্জেন্টিনা সমর্থন করা যায় কিন্তু অস্ট্রেলিয়া সমর্থন করতে ফুটবলের প্রতি ভালোবাসা থাকা লাগে। সেজন্য আজ নিশ্চিন্তে অস্ট্রেলিয়া সমর্থন করুন।  

৬# অস্ট্রেলিয়াও ব্রিটেনের অধীনে ছিলো আমরাও ছিলাম, সুতরাং কলোনিয়াল হ্যাংওভারের খাতিরে হলেও অস্ট্রেলিয়া আমাদের সমর্থন ডিজার্ভ করে।

৭# আলফাবেটিক্যালি চিন্তা করলেও অস্ট্রেলিয়া আগে সমর্থন পাওয়ার দাবিদার। কারণ, অস্ট্রেলিয়ার ‘অ’ আগে আসে, আর্জেন্টিনার ‘আ’ পরে আসে। একজন স্বরবর্ন প্রেমী হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন করার প্রশ্নই আসে না।

১০৯১ পঠিত ... ১৫:১২, ডিসেম্বর ০৩, ২০২২

Top