মেয়েরা যে কারণে ফুটবল থেকে অবসর নিয়ে নিচ্ছে

৩৫২ পঠিত ... ১৭:১৮, মে ২৯, ২০২৩

মেয়েরা-যে-কারণে-ফুটবল-থেকে-অবসর-নিয়ে-নিচ্ছে

বাংলাদেশ নারী ফুটবল টিম থেকে একে একে মেয়েরা অবসর নিচ্ছে। মেয়েরা কেন অবসর নিচ্ছে তার কারণ বাফুফে জানালেও আমরা এক ভুয়া তথ্যের মাধ্যমে জেনেছি, অনেক কারণ বাফুফে জানায়নি। তাই আমরা আজ নিজেদের জীবন বাজি রেখে অবসর নেয়া সেই মেয়েদের থেকে কারণগুলো জেনে আপনাদের জানাবো!

১#
আমরা আসলে অনেকদিন ধরে এক জায়গায় থাকায় আমাদের গা ম্যাজম্যাজে করছিল! তাই শরীরের প্রাথমিক ব্যায়ামের জন্য আমরা অবসর নিচ্ছি।

২#

বাফুফে আমাদের সব চাওয়া এতো সহজে, এতো ভালোভাবে পূরণ করে, এগুলা আসলে আমাদের এক্সপেক্টেশনের বাইরে। তাই আমরা আবেগে এই কাজ করছি।

৩#

আমরা নারী ফুটবল টিম তো সবসময়ের বিজয়ী! যখন যেখানে যেভাবে খেলছি আমাদের বিজয় নিশ্চিত। আমাদের বা বাফুফেকে চ্যালেঞ্জ করার কেউ নাই। তাই আমরা চ্যালেঞ্জের স্বীকার হওয়ার জন্য অবসর নিচ্ছি।

৪#

আমাদের প্রতিটা চাওয়া যেভাবে পূরণ হচ্ছে, ছাদখোলা বাস চাইলে বাস, প্লেন চাইলে প্লেন, তাই আমরা ভয় পাচ্ছিলাম কবে জানি আমাদের চাওয়া আরও বেড়ে যায়। এজন্য চাওয়া বেড়ে যাওয়ার আগে বিদায় নিচ্ছি।

৫#

আগে একটা সময় ছিল, যখন মানুষ বড়দের দেখে শিখতো। কিন্তু এখন যুগ বদলাচ্ছে, মানুষের শেখার ধরনও! তাই আমরা ভাবলাম দেখি, আমাদের দেখে কোনো বড় মানুষ কিছু শিখতে পারে কিনা।

৬#

অনেক আগে মানুষ বলতো, মেয়েরা কুড়িতেই বুড়ি। আমরা ফুটবলের মেয়েরা সেই পুরাতন ঐতিহ্যটাই ফিরিয়ে আনতে চাচ্ছি।

৩৫২ পঠিত ... ১৭:১৮, মে ২৯, ২০২৩

Top