শান্তির নোবেল রাখার জন্য মেডেল-শোকেস বানালেন ডোনাল্ড ট্রাম্প

১৬ পঠিত ... ৭ ঘন্টা ৪ মিনিট আগে

নোবেল শান্তি পুরস্কার এখনও পাননি, তবে আগেভাগেই সেটি রাখার জায়গা বানিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তার মার-এ-লাগো রিসোর্টে স্থাপন করা হয়েছে এক বিশাল কাচের শোকেস, যেখানে ট্রাম্প নিজের ভাষায় Soon-to-be Nobel Prize for Peace লেখা একটি সোনালি প্লেট বসিয়েছেন।

রিসোর্টের দর্শনার্থীরা এখন ট্রাম্পের শোকেসে ঝলমলে এই মেডেল দেখতে পাচ্ছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেকে বলে আমি শান্তি আনতে পারিনি। কিন্তু আমি তো টুইটারে শান্তি আনার চেষ্টা করেছিলাম। বেশিরভাগ যুদ্ধ আমি টুইটে শেষ করে ফেলেছিলাম! বিশ্বে এখন কয়জনের এই ক্ষমতা আছে? 

ট্রাম্পের নোবেল নিতে টুকটাক কিছু অনিশ্চয়তা আছে। এই বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, অনিশ্চিত হলেও সমস্যা নাই! আমি জানি শেষ পর্যন্ত ষড়যন্ত্র জিতে গেলে আমি হয়তো হেরে যাব। নোবেলটা হয়তো আমার ঘরে আসবে না। সেজন্য আমি জ্যাকসন হাইট নীলক্ষেত থেকে একটা মেডেল অলরেডি বানিয়ে রেখেছি। বাইচান্স যদি আসল নোবেলটা না পাই। তাইলে…’  

তার ঘনিষ্ঠ সহকারী জানান, ট্রাম্প নাকি তিনটি নাম বিবেচনায় রেখেছেন সেই মেডেলের সম্ভাব্য নকশার জন্য, Make Peace Great Again, The Best Peace Ever এবং Tremendous Nobel.

এদিকে নোবেল কমিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে এক নরওয়েজিয়ান সাংবাদিক জানিয়েছেন, আমাদের মনে হয়, উনি হয়তো এখনও বুঝতে পারেননি যে পুরস্কার আগে আসে, শোকেস পরে।

এদিকে বিষয়টি নিয়ে মতামত জানিয়েছেন ইলন মাস্ক! ট্রাম্পকে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনে টেনশন নিয়েন না বস! এইবার আপনি নোবেল না পাইলে আমি নিজেই একটা নোবেল পুরস্কার চালু করব! এরপর সব নোবেল আপনার! আপনি দরকার হলে আরও একটা শোকেস অর্ডার দিয়া রাখেন।

১৬ পঠিত ... ৭ ঘন্টা ৪ মিনিট আগে

Top