রস গেলার ও মনিকার বিরুদ্ধে ফ্রেন্ডস রিউনিয়নের চাঁদার টাকা না দেয়ার অভিযোগ

৩৭৮ পঠিত ... ১৫:৪৫, মে ২৯, ২০২১

friends-reunion-chada

এইচবিও ম্যাক্সে গত ২৭ মুক্তি পেলো জনপ্রিয় সিটকম টিভি সিরিজ ফ্রেন্ডসের রিইউনিয়ন। এই রিইউনিয়ন নিয়ে চারদিকে নানান শোরগোল, উত্তেজনা, হাসাহাসি শোনা গেলেও ফ্রেন্ডসের দুই চরিত্র রস গেলার ও মনিকার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। জানা যায়, এখনো রিইউনিয়নের চাঁদার টাকা শোধ করেনি তারা।

এই গুরুতর অভিযোগটি করেন ক্যাশিয়ারের দায়িত্বে থাকা র‍্যাচেল। একটি বিশেষ সাক্ষাৎকারে eআরকিকে তিনি জানান, 'রিউনিয়নের আগে চাঁদা দিতে বলায় বলে ব্যাংকে যাওয়ার সময় নাই। কইলাম বিকাশে দে। বলে বিকাশে নাকি লিমিট নাই। কত বড় বাটপার চিন্তা করেন, ৫০০ টাকার জন্য কয় লিমিট নাই। তাও মাইনা নিছি। কইলো অনুষ্ঠানের দিন দিবে। কিন্তু এই নির্লজ্জ বেহায়া বস্তি দুইটা ৩ প্লেট কইরা বিরিয়ানি খাইয়া চুপিচুপি কাউরে কিছু না কইয়া চইলা গেছে। এখন আমি কোনভাবেই হিসেব মিলাইতে পারতেছি না।'

কাগজ কলম ছুড়ে ফেলে তিনি বলেন, 'সামিয়ানাওয়ালা টাকা পাইবো, মাইকওয়ালা পাইবো। ক্যাশে কোন টাকা নাই। এখন ওদের টাকা আমার পকেট থেকে দিবো নাকি। এমন জানলে এই কচুর রিইউনিয়ন আমি করতামই না।'

র‍্যাচেলের সাথে গলা মেলান চ্যান্ডলারও। রসের স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'ওয় তো আগে থেকেই চিটার। র‍্যাচেলের লগে কী করছে দেখেন নাই! আর মনিকা এখন ওর লগে নতুন চিটারি খাতায় নাম লেখাইছে।'

অভিযোগের কথা স্বীকার করলেও নিজেদের চাঁদা না দেয়ার পক্ষে যুক্তি দেখান রস ও মনিকা। রস বলেন, 'চাঁদা লাগবো ক্যান? ওরা কাকলী ফার্নিচার থেকে কত টাকা স্পন্সর পাইছে ভাবছিলো আমরা জানি না। সামিয়ানাওতো জাহিদ ক্যাটারিং এর স্পন্সর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ভাইও তো শুনলাম ২০ হাজার টাকা দিছে। গিয়া দেখেন এক একজন এই রিইউনিয়ন কইরা একাউন্টে কত টাকা ঢুকাইছে!'

ব্যাগে করে নিয়া আসা বিরিয়ানির প্যাকেট থেকে বিরিয়ানি খেয়ে খেতে মনিকা বলেন, '*লের বিরিয়ানি রানছে। মাংসই খুঁজে পাই না। আবার চান্দাও দিমু নাকি?'

৩৭৮ পঠিত ... ১৫:৪৫, মে ২৯, ২০২১

Top