'সেক্স এডুকেশন' সিরিজে যথেষ্ট সেক্স না থাকায় নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করবেন বদরুল

১৭৮৮ পঠিত ... ১৫:১০, সেপ্টেম্বর ২৫, ২০২১

sex ed no sex

নিজেকে জ্ঞান পিপাসু হিসেবে মানেন বদরুল। শিক্ষার জন্য সুদুর এক্সএক্স কলেজ থেকে ব্রেজার্স ইউনিভার্সিটি পর্যন্ত তার বিচরণ। সেই বদরুল সম্প্রতি 'শিক্ষা'র জন্য সেক্স এডুকেশন নামক সিরিজ দেখবে বলে নেটফ্লিক্সের সাবক্রিশপন কেনেন। কিন্তু সিরিজটিতে শেখার মত যথেষ্ট সেক্স না পেয়ে নেটফ্লিক্সের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ বদরুল৷

বদরুল পাড়ার করিম কম্পিউটার থেকে নিয়মিত শিক্ষনীয় ভিডিও লোড করে নিতেন, লাগতো শুধু ১৫ টাকা৷ কিন্তু নেটফ্লিক্সের নামডাক শুনে বদরুল খেয়াল করেন, সেখানে টাইটেলে 'সেক্স' আছে এমন বেশ কিছু মুভি/সিরিজ পাওয়া যায়। এরপরই ৫০০ টাকা দামের একটা স্ক্রিন কেনেন তিনি। নেটফ্লিক্সের সেক্স/লাইফ, থ্রিসিক্সটি ফাইভ ডেজ দেখে একটু স্বস্তি পেলেও সেক্স এডুকেশন দেখে তিনি হয়ে ওঠেন যারপরনাই ক্ষুব্ধ।

হতাশায় ম্রিয়মান বদরুল বলেন, 'নাম দিছে সেক্স এডুকেশন, ভিত্রে দেখি সব এডুকেশন। সেক্স কই? ৭০০ টাকা দিয়া জিনিসটা কিইন্যা দেখি ওইটা আমগো প্রাইমারি স্কুলের কামরুল স্যারের ক্লাস। এই জিনিস ৭০০ টাকা কিনছি যতবার ভাবছি ততবার নিজেরে নিজে চড় দিতেছি।'

নিজের সংগ্রামের কথাও জানান বদরুল। বদরুল বলেন, 'একটা সেকেন্ডও টানি নাই৷ চোখের পলক পর্যন্ত ফেলি নাই। প্রথমবার কিছু না পাইয়া দ্বিতীয়বার দেখলাম, তাও পাইলাম না৷ যদি কখনো কিছু পাই এই বিশ্বাসে এই পর্যন্ত ৮ বার দেখছি। তাও পাই নাই৷ শুধু মামলা না, এইসব নেটফ্লিক্স টেটফ্লিক্সের মত বেইমান বেনিয়াদের ফাঁসি দেয়া উচিত।'

এ পর্যায়ে নির্মাতাদের উদ্দেশে তিনি ভেতরে যথেষ্ট 'জিনিসপত্র' না থাকলে নামে 'সেক্স' ব্যবহার না করার অনুরোধ জানান।

১৭৮৮ পঠিত ... ১৫:১০, সেপ্টেম্বর ২৫, ২০২১

Top