ডার্ক সিরিজ পানির মতো সহজ করে দিতে চালু হচ্ছে সাইফুর'স ডার্ক স্পেশাল কোর্স

১২২২ পঠিত ... ১৮:৪৪, জুন ৩০, ২০২০

আপনার চারপাশে কি অজস্র 'ডার্ক'কার? যেদিকে তাকান সেদিকেই অন্ধকার (ডার্ক)? ডার্ক না দেখার কারণে ট্রেন্ডে গা ভাসাতে পারছেন না? ডার্কের একটা এপিসোড দেখার পর মাথা ঘুরে পড়ে গেছেন?

কবে শুরু হচ্ছে ক্লাস? জানতে চোখ রাখুন ডার্ক এবং eআরকির পর্দায়।

তাহলে হ্যাঁ, আপনার জন্যই রয়েছে সুসংবাদ। eআরকি আপনাকে দিচ্ছে সময়ের সেরা সুসংবাদ। আপনাকে ডার্ক-অজ্ঞতার খাদের (নাকি গুহা?) গভীর থেকে গভীরতর কিনার থেকে টেনে তুলে আনতে সাইফুর'স শুরু করতে যাচ্ছে ডার্ক স্পেশাল কোর্স।

জানা যায়, ইতোমধ্যে টাইম মেশিনের মাধ্যমে ভবিষ্যতের কিছু মানুষ এই কোর্সের জন্য অগ্রিম রেজিষ্ট্রেশন করেছেন। এমনকি উনবিংশ ও বিংশ শতাব্দী থেকেও সাইফুর'স প্রচুর সাড়া পাচ্ছে। বলা যেতে পারে, অতীত-বর্তমান-ভবিষ্যৎ মিলিয়ে সাইফুর'স এর সবচেয়ে সফল প্রজেক্ট হতে যাচ্ছে। 

এই কোর্স সম্পর্কে জানার জন্য আমাদের কথা হয় বর্তমান জগতের বাসিন্দা এবং সাইফুর'স এর ডিরেক্টরের সাথে। তিনি বলেন, 'আমরা সবসময়ই দেশের ছেলেমেয়েদের নিয়ে ভাবি। তাদের ক্যারিয়ার নিয়ে ভাবি। বাজারে রিসেন্ট কোন টেকনিক আসলে সেই জ্ঞান যুবসমাজের মাঝে ছড়িয়ে দেই, যাতে করে তারা সময়ের সাথে নিজেকে ফিট করতে পারে। সেই ধারাবাহিকতায়ই এলো ডার্ক কোচিং।’

এখানে কী বৈচিত্র্য থাকবে, প্রশ্ন করলেই কোর্স প্ল্যান সম্পর্কে ধারণা দিলেন তিনি, ‘প্রতি এপিসোডের শেষেই আমরা দিচ্ছি এপিসোডের উপর স্পেশালাইজড লেকচার শিট। শিটে প্রতিটা সিন, প্রতিটা ডায়লগ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া হবে। এপিসোড বুঝতে যতটুকু সাইন্স, সূত্র, ইকুয়েশন এসব প্রয়োজন হয়, সবই সেখানে পাওয়া যাবে। এছাড়া সিজন শেষে স্পেশাল লেকচার শিট তো আছেই, সেই সাথে একটা সিজন সমাপনী পরীক্ষার মাধ্যমে কে কতটুকু বুঝলো, তাও ঝালিয়ে নেয়া হবে। দুর্বল শিক্ষার্থীদের কিছু এপিসোড আবার দেখিয়ে বুঝিয়ে দেয়া হবে। আমাদের আইবিএর পড়ুয়া বেস্ট টিচাররা এই নিয়ে কাজ করছে। বলতে পারেন, বাজারে এটাই সেরা ডার্ক কোচিং।’

আর কী থাকছে, জানতে চাইলেই তিনি ফিসফিস করে 'What না। প্রশ্ন করুন, When...' এমনটা বলে জানান, 'ফার্স্ট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ১৮৮৮ সালে। ২০৫৩ সালে সেকেন্ড ব্যাচের ক্লাস হতে পারে।'

আরও জানা যায়, বিশ্বসেরা বিজ্ঞানীরাও অতীত থেকে এসে ডার্ক স্পেশাল কোর্সে ক্লাস নেবেন। স্টিফেন হকিং আর আইনস্টাইনকে অনলাইন প্লানচ্যাটের মাধ্যমে যুক্ত করা হবে। ডার্কের প্রতিটা বিষয় তারা খুটিয়ে খুটিয়ে বুঝিয়ে দিবেন। আর ডার্কের ফ্যামিলি ট্রি বোঝাতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন ভারতীয় সিরিয়ালের একজন নামজাদা পরিচালক। সাইফুর্স থেকে জানানো হয়, সিরিয়ালের পরিচালক ছাড়া ডার্কের ফ্যামিলি ট্রি কারও বোঝার কথা না।

সাইফুর'স এর ডিরেক্টর এই কোর্স নিয়ে খুব আশাবাদী। সাইফুর্সের বিজ্ঞাপনের ভাষায়ই তিনি বললেন, 'ভাতের লবণ ছাড়া যেমনি খাওয়া যায় না, আমাদের ডার্ক কোচিংও তেমনি আপনার সিরিজ জীবনের লবণ!’ 

ডার্কের অনেক অভিনেতাই এর আগে সাইফুর্সের ক্লাস করেছেন এমনটা দাবি করে তিনি আরও জানান, ‘ডার্কে অভিনয় করে..কী যেন নাম..মার্থা নিয়েলসন...সে সাইফুর'স ইংলিশ কোর্স করেই এত সুন্দর জার্মান বলতে পারে।' 

এ পর্যায়ে তিনি আমাদের প্রতিবেদকের হাতে সাইফুর্স স্পোকেন ইংলিশের একটি লিফলেট ধরিয়ে দিয়ে বলেন, ‘সামনে আমরা স্পোকেন জার্মান কোর্সও খুলছি। আপাতত আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়ে ইংলিশ ডাবটাই দেখতে থাকুন।’

১২২২ পঠিত ... ১৮:৪৪, জুন ৩০, ২০২০

Top