চ্যাটজিপিটির আদলে চ্যাটবট বানাচ্ছে অ্যাপল, সিভি নিয়ে রেডি আলবটর বাহিনী

১৩ পঠিত ... ৯ ঘন্টা ৪১ মিনিট আগে

টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল চ্যাটজিপিটির আদলে নতুন অ্যাপ বানাচ্ছে, নাম চ্যাটবট। অ্যাপল মূলত আমেরিকান কোম্পানি হলেও, এ নিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশের বটপাড়ায়। একটি রাজনৈতিক দল বিশেষ নড়াচড়া দিয়ে উঠেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, এবং অ্যাপল কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, তাদের বানানো পরীক্ষিত আলবটর বাহিনী এই কাজের জন্য সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।

আলবটররা দীর্ঘদিন ধরে ফেসবুকে কমেন্ট সেকশনে ‘টেস্ট রান’ চালিয়ে এসেছে। এখন তারা দাবি করছে, হতে পারে আমরা ম্যাক্সিমাম সায়েন্সে পড়িনি এবং ইঞ্জিনিয়ারিং-এর কিছু জানি না। তবে এত বছরের এই গ্রাউন্ড এক্সপেরিয়েন্স ছাড়া আসল এআই তৈরি করা সম্ভব নয়।

এজন্য তারা তাদের বিশেষ ৩৬ পৃষ্ঠার সিভি গলায় ঝুলিয়ে বসুন্ধরা মার্কেটের অ্যাপল মোবাইল ফোনের দোকানের নিচে ভিড় জমাচ্ছে বলে জানা যায়।

একজন আলবটর নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আমরা শুধু বট নই, আমরা জাতির কমেন্ট ইঞ্জিনিয়ার। অ্যাপল যদি আমাদের নিয়োগ দেয়, তাহলে তাদের চ্যাটবটও প্রতি তিন লাইনের পর বলবে: ভাই, ইউনুস সরকারকে পাঁচ বছর চাই।

অন্যদিকে টেক বিশেষজ্ঞরা শঙ্কিত। তাদের ভাষায়, অ্যাপলের চ্যাটবট যদি সত্যিই আলবটরদের ডাটাবেস দিয়ে ট্রেন হয়, তবে মানুষ তথ্যের বদলে পাবে ‘কপি-পেস্ট গুজব প্যাকেজ’। আর প্রতিটি প্রশ্নের উত্তর শুরু হবে—আপনি কি জামাতি, নাকি দালাল?

এদিকে সামাজিক মাধ্যমে মজার মিম ঘুরছে, কেউ বলছে Siri আর ChatGPT মিলে হবে ShibirGPT।

সবমিলিয়ে প্রশ্ন উঠেছে, এটা কি প্রযুক্তির নতুন অধ্যায়, নাকি ফেসবুকের পুরনো গুজব মহড়ার আন্তর্জাতিক সংস্করণ?

 

১৩ পঠিত ... ৯ ঘন্টা ৪১ মিনিট আগে

Top