আপনি কি একজন পাশের বাসার ভাবি? কিন্তু আপনি জানেন না আসলে আপনার কর্তব্য কী কী? তবে আপনার জন্যই আমরা এনেছি কিছু অবশ্য কর্তব্যের লিস্ট। এই লিস্ট পড়লেই আপনি জেনে যাবেন কী করলে আপনি একজন আদর্শ পাশের বাসার ভাবি হয়ে উঠতে পারবেন।
১। মাথায় রাখবেন আপনি হলেন বিল্ডিং এর বিবিসি নিউজ চ্যানেল। সবার হাঁড়ির খবর ও বাড়ির খবর জানা এবং সময়মতো তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া আপনার অবশ্য কর্তব্য।
২। কার ছেলে সিগারেট খায়, কার মেয়ে প্রেম করে–এ ধরনের খবর সংগ্রহ করা আপনার একটি বড় দায়িত্ব।
৩। এছাড়াও আপনাকে হতে হবে একজন ফুলটাইম ঘটক। সবসময়ই পাত্র পাত্রীর খোঁজ রাখতে হবে হাতে। কোন মেয়ের বয়স বেশি হয়ে গেল, কার বেতন কত এসব মাথায় রেখে সে অনুযায়ী বিয়ে হবে কি না, হলেও কেমন পাত্র বা পাত্রী হলে মানাবে তা সাজেস্ট করতে হবে।
৪। মাঝে মাঝে দামি কাপড় ও সোনার গয়না পরে আশেপাশের ভাবীদের সাথে বিকেলের আড্ডা দিতে হবে। নিজের না থাকলে বোন, ভাবী এদের থেকে ধার নিয়ে কাজ চালাতে হবে।
৫। আপনি সবকিছুতে সেরা– এটা সবসময় প্রমাণ করবেন। কেউ যদি বলে তার স্বামী তাকে মাঝে মাঝে কাজে সাহায্য করে, আপনি বলবেন , আপনার স্বামীই বাসার সব কাজ করে, আপনাকে কোনো কাজই করতে হয় না!
৬। প্রতিবেশী ভাবিদের যে কোনো সমস্যার সমাধান আপনাকে দিতে হবে, সমস্যার সমাধান আপনি জানুন আর না জানুন।
৭। আশেপাশের ভাবিদের সব ব্যাপারেই আপনার গুরুত্বপূর্ণ মতামত থাকতে হবে।
আপনি যদি এখনও এ কাজগুলো করে না থাকেন তবে আজ থেকেই শুরু করুন নাহলে পাশের বাসার ভাবি হওয়ার যুদ্ধে পিছিয়ে পড়বেন।