ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের এক নেতার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের খবর নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসিঠাট্টা চলছে, তখনই সুযোগ বুঝে দিল্লীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো একেবারে নতুন BAL Transplant Centre। শুরু থেকেই কেন্দ্রটির নাম ঘিরে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা ও কৌতুক। অনেকেই ভেবেছেন—এখানে কি তবে সত্যি সত্যিই আওয়ামী লীগের নেতাদেরই ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া হবে?
উদ্বোধনের দিন কেন্দ্রটিতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রবাসী আওয়ামী নেতা। সেখানেই একজন উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দেন, নামটা BAL Transplant Centre কেন রাখছে? BAL তো আমাদের সাথেই জড়িয়ে আছে। তবে Transplant Centre–এর পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করে বলা হয়, আপ লোগ চিন্তা মাত কিজিয়ে, হাম হিন্দি বাল কা ট্র্যান্সপ্ল্যান্ট কারতে হ্যায়। বাংলাদেশি BAL মাতল্যাব আওয়ামী লীগার কা নেহি।
কেন্দ্রটির ঘোষণায় আরও জানানো হয়, আওয়ামী লীগের নেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। অফারের নাম রাখা হয়েছে—‘চুল হারানোর বেদনা’। এই ডিসকাউন্ট প্যাকেজে শুধু মাথার চুল নয়, ইচ্ছা করলে গোঁফ-দাড়ি কিংবা ভ্রুতেও একেবারে ফ্রি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো যাবে। ফলে যারা দীর্ঘদিন ধরে ‘চুলে টান পড়ে গেছে’ বলে দুশ্চিন্তায় ভুগছিলেন, তাদের জন্য এটি হতে পারে এক নতুন আশার আলো।