ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে আসল গুপ্ত সাম্রাজ্যের কাউকে না দেখে ক্ষুব্ধ সমুদ্রগুপ্ত

১১ পঠিত ... ৫ ঘন্টা ৭ মিনিট আগে

ডাকসু নির্বাচনে শিবিরের নতুন প্যানেল ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী সম্রাট সমুদ্রগুপ্ত। সারাবছর ‘গুপ্ত রাজনীতি’ করার পরও শেষমেশ প্যানেলে গুপ্ত বংশের কাউকে জায়গা না দেওয়ায় নিজেকে প্রতারিত মনে করছেন তিনি।

এক জরুরি রাজকীয় সভা শেষে সমুদ্রগুপ্ত জানান, আমার নাম ব্যবহার করে তোমরা গুপ্ত রাজনীতি করো, ইতিহাস বইতে আমাদের কীর্তি ঢোকাও, কিন্তু ভোটের সময় আমাদের বংশকে কেটে খেয়ে যাও।  তার দাবি, শিবির এভাবে আসল গুপ্তদের বাদ দিয়ে শুধু নামেই রাজনীতি করছে, যা ইতিহাসের প্রতি বড় ধরনের অবমাননা।

রাজপ্রাসাদের ভেতর থেকে পাওয়া খবর অনুযায়ী বিষ্ণুগুপ্ত, চন্দ্রগুপ্তসহ গুপ্ত সাম্রাজ্যের অন্য রাজারা বিষয়টি নিয়ে ‘গুপ্ত ধর্মঘট’-এ যাওয়ার চিন্তা করছেন। তারা একসাথে বসে আলোচনা করছেন, ভবিষ্যতে যদি এমন চলতে থাকে তবে ডাকসু রাজনীতির ইতিহাস থেকেই গুপ্তরা নিজেদের নাম প্রত্যাহার করে নেবে।

এদিকে শিবিরের এক মুখপাত্র বলেছেন, আমরা গুপ্তদের জায়গা দেই নাই কারণ গুপ্তদের ভোট ব্যাংক খুবই গুপ্ত। তার দাবি, আসল গুপ্তদের রাখা হলে প্যানেলটা হয়তো আরও বেশি রহস্যময় হয়ে যেত যা সাধারণ ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারত। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমুদ্রগুপ্তর ক্ষোভঝড়া টুইট ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা, তোগোরে আমি ভাই ভাবছিলাম, রাজনীতি করার সময় আমাগো বংশের নাম ব্যবহার করোস, আর প্যানেল দেওয়ার সময় আমরা নাই। বাটপারের বাটপার শালারা।

১১ পঠিত ... ৫ ঘন্টা ৭ মিনিট আগে

Top