সাদিক কায়েমকে ডিভোর্স দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকির মধ্যস্থতার চেষ্টা

১১ পঠিত ... ৯ ঘন্টা ২২ মিনিট আগে

ডাকসু জিতলেন সাদিক কায়েম। কিন্তু সাংবাদিক ইলিয়াসকে কল দেওয়ার জন্য একটা মিনিট সময় হয়নি! বিষয়টি সাংবাদিক ইলিয়াসের দিলে অনেক ব্যথা দিয়েছে। ব্যথায় টিকতে না পেরে সাদিক কায়েমের সাথে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি সম্পূর্ণ অনুসন্ধানী ফেক আইডি থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি। 

এক বুক অভিমান নিয়ে লাইভে এসে ইলিয়াস হোসেন বলেন, সাদিক, তোকে কত ভালোবেসেছি! নিজের জীবনের চেয়েও বেশি! নিজের রক্ত বিক্রি করে তোর জন্য গিফট কিনেছি। একটা কিডনি রেখে দিয়েছি তোর কখনও কিডনি লাগলে যাতে দিতে পারি। আর তুই কি না আমাকে একটা কল পর্যন্ত দিলি না! একটা কল দিতে কয় টাকা লাগে? আমি দরকার হলে তোর নাম্বারে টাকা রিচার্জ করে দিতাম! নইলে হোয়াটসঅ্যাপে কল দিতি। একটা পোস্টও তো দিতে পারতি! আর তুই কি না, আমাকে ভুলেই গেলি! 

জানা গেছে, সাদিকের প্রতি ভালোবাসা থেকে ইলিয়াস নিজের বুকের বা পাশে সাদিক কায়েম লেখা ট্যাটুও করেছেন। এখন সেই ট্যাটু মোছা নিয়েও পড়েছেন নতুন ঝামেলায়। নতুন করে সম্পর্কেও জড়াতে পারছেন না এই তুখোড় ইনভেস্টিগেটিভ সাংবাদিক।  

এদিকে এই দুজনের সম্পর্কের পাথর গলাতে দৃশ্যপটে হাজির হয়েছেন পিনাকি। ইলিয়াসকে শান্ত থাকার পরামর্শ দিয়ে পিনাকি বলেন, দেখ ইলিয়াস, সাদিক ব্যস্ত মানুষ! হয়তো তোকে কল দেওয়ার টাইম পায় নাই! কিন্তু মনে রাখিস, প্রকৃত ভালোবাসা কখনও যোগাযোগের অভাবে নষ্ট হয় না। সারা দুনিয়ায় ঘুরে সাদিক যাই করুক, দিনশেষে ঘরে আসলে তো সে তোরই! দুঃখ পাইস না। একটা হিল্লা বিয়ে করে আবার ঠিক হয়ে যা।

১১ পঠিত ... ৯ ঘন্টা ২২ মিনিট আগে

Top