বাংলাদেশ ক্রিকেট টিম যতবারই কোনো টুর্নামেন্টে যায়, শুরুতেই জেতা-হারা মিলে নাটক জমে উঠলেও শেষদিকে এসে সবকিছু ভেস্তে যায়। বছরের পর বছর ধরে নিজ দলের এমন অবস্থা থেকে বেশ ত্যক্ত-বিরক্ত ভক্তকুল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ডাকসু আর জাকসুতে টানা জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এমন পরিস্থিতিতে যুগান্তকারী এক সমাধান ও কোলাব প্ল্যান খুঁজে ফেলেছে ভক্তরা এবং সেটি হচ্ছে টিমে দুই-একজন শিবির সদস্যকে নেওয়া। এ ব্যাপারে তাদের যুক্তি হলো, এখন যারাই শিবিরে আছে, তাদের কাছে নাকি জয়ের ফর্মুলা লুকানো আছে। তারা যদি ভোটের মাঠে জিততে পারে, তাহলে ব্যাট-বলের মাঠেও অবস্থা ঘুরিয়ে দিতে পারবে।
বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়ায় এক ভক্ত মন্তব্য করেছেন, আগে পেটানো স্পেশালিস্ট ছাত্রলীগকে দলে ঢোকাতে নানান চেষ্টা করেছি কিন্তু ওনারা গেস্টরুম, ভোটচুরি, ছাত্র হত্যা নিয়ে ব্যস্ত থাকায় বাস্তবায়ন সম্ভব হয়নি। আশা করছি শিবিরের ভাইয়েরা আমাদের নিরাশ করবেন না, ভাইয়েরা দলে ঢুকলে এশিয়া কাপ জেতা সুনিশ্চিত। ওনারা রাজনীতির মানুষ, দলীয় নানান বিধিনিষেধ থাকতে পারে তবে চাইলে নিজের রাজনৈতিক পরিচয় গুপ্ত রেখেও দলে ঢুকতে পারেন, এ ব্যাপারে তো ওনাদের থেকে এক্সপার্ট কেউ নেই।
এদিকে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা বিষয়টা ভেবে দেখছি। সবই ঠিক আছে তবে চিন্তাটা হলো, যদি ম্যাচের মাঝখানে ক্ষুর বের করে ফেলে তাহলে আকাশ ভরা তারা হওয়ার সম্ভাবনা আছে।