বুয়েটে যুক্ত হতে যাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং

৪৮ পঠিত ... ১০ ঘন্টা ২২ মিনিট আগে

দেশে চলতে থাকা বিভিন্ন নির্বাচন অবজার্ভ করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নতুন একটা ডিপার্টমেন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন ছাত্র ভর্তি করাবে বলে জানা গেছে। অত্যাধিক মাত্রায় গুজব ছড়ানোর দক্ষতা এবং নির্বাচনী আচরণবিধির লুপ-হোল খোঁজায় পটু ব্যক্তিরা প্রাধান্য পাবেন এই ডিপার্টমেন্টে ভর্তির ক্ষেত্রে। 

বুয়েট প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা জানান, বর্তমান সময়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ সাব্জেক্ট, দক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ার নিয়োগের মাধ্যমে যেকোনো নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। সনাতনী পদ্ধতিতে ইলেকশনে অংশগ্রহণ করে আপনাকে হয়ত অনেক কাপঝাপ করে নির্বাচনে জিততে হতে পারে, আপনার পকেট থেকে অনেক টাকা পয়সাও খরচ হবে, কিন্তু নির্বাচনের আগে একজন দক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ার আপনার নির্বাচনের সব কিছু সাজানোর দায়িত্ব  নিয়ে আপনাকে ফুরফুরা মেজাজে নির্বাচন করার অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।  

রাজনৈতিক দলগুলোর মধ্যেও বেশ উৎসাহব্যঞ্জক মনোভাব লক্ষ করা যাচ্ছে। ডাকসু ও জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিয়ানিয়ারিং নিয়ে জলঘোলার মধ্য দিয়ে সাব্জেক্টটা তার আগমনী বার্তা দিয়েছে। ভবিষ্যতে একজন ইলেকশন ইঞ্জিনিয়ার প্রযুক্তিগত, সাইকোলজিক্যালি এবং পলিটিক্যালি মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে এবং যেখানে যেমন ইঞ্জিনিয়ারিং দরকার সেখানে তেমন ইঞ্জিনিয়ারিং করে দলকে জিতিয়ে আনার জন্য কাজ করবে। 

সামনে জাতীয় নির্বাচন, এই সময়ে প্রথম ব্যাচের ইঞ্জিনিয়ারদের উপর ব্যাপক চাপ যাবে দেখে বুয়েট তাদের শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের সাইকোলজিস্ট, টেক গুরু এবং প্রপাগাণ্ডার মাস্টারদের নিয়ে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। সিমুলেটেড ইলেকশনে কে কত দক্ষতার পরিচয় দিয়ে নিজের দলকে জেতাতে পারে সেটার উপর ভিত্তি করে ডিগ্রী দেওয়া হবে। কোনো রকম ছল-চাতুরির সুযোগ না রেখে, একমাত্র দক্ষ ছাত্ররাই যেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গৌরব বয়ে আনতে পারে সেদিকে সচেষ্ট থাকবেন বলে eআরকিকে নিশ্চিত করছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান। 

বিএনপি, জামাত, এনসিপিসহ ছোট-বড় অনেক রাজনৈতিক দলের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নির্বাচনে তাদের ইঞ্জিনিয়ারিং এর দক্ষতা দেখিয়ে দিয়েছেন। তাদের আরও প্রতিদ্বন্দী আসবে বলে খুব স্বাভাবিক ভাবে নিতে পারছেন না। তবে গনতন্ত্রের স্বার্থে তারা বুকে পাথর রেখে বুয়েটকে স্বাগত জানিয়েছে। অন্যদল গুলোও যার যার অবস্থান থেকে শুভেচ্ছা জানিয়েছেন। আসলে সামনের দিনগুলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিন সেটা বুঝতে আর কারও বাকি নেই। 

৪৮ পঠিত ... ১০ ঘন্টা ২২ মিনিট আগে

Top